০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারের উখিয়ায় বন্য হাতির মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় একটি বন্য হাতির মৃতদেহ পাওয়া গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানান, হাতির খাদ্য সংকট এবং আবাসস্থলের ক্ষতির কারণে এ ধরনের ঘটনা সময়ের সঙ্গে সঙ্গে ঘটছে। এছাড়া কিছু অসাধু চক্র হাতি হত্যার মাধ্যমে বিভিন্ন অংশ সংগ্রহ করে বিক্রি করে বলে অভিযোগ রয়েছে।

হাতিটি বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালেই উখিয়া রেঞ্জের সদর বিটের দোছড়ি রফিকের ঘোনা এলাকায় মৃত অবস্থায় দেখা যায়। স্থানীয়দের খবরের ভিত্তিতে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে মৃত হাতিটি উদ্ধার করে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, ময়নাতদন্তের রিপোর্ট আসলে হাতির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। দোছড়ি বিট কর্মকর্তা রনি তালুকদার আরও বলেন, মৃত হাতির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং ল্যাবে আলামত পাঠানো হয়েছে। বর্তমানে হাতিটি মাটিতে পুঁতে রাখা হয়েছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

আপিল শুনানির অষ্টম দিনে ৪৫ আবেদন মঞ্জুর করল ইসি

কক্সবাজারের উখিয়ায় বন্য হাতির মৃত্যু

আপডেট সময় : ০৪:৫৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজারের উখিয়ায় একটি বন্য হাতির মৃতদেহ পাওয়া গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানান, হাতির খাদ্য সংকট এবং আবাসস্থলের ক্ষতির কারণে এ ধরনের ঘটনা সময়ের সঙ্গে সঙ্গে ঘটছে। এছাড়া কিছু অসাধু চক্র হাতি হত্যার মাধ্যমে বিভিন্ন অংশ সংগ্রহ করে বিক্রি করে বলে অভিযোগ রয়েছে।

হাতিটি বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালেই উখিয়া রেঞ্জের সদর বিটের দোছড়ি রফিকের ঘোনা এলাকায় মৃত অবস্থায় দেখা যায়। স্থানীয়দের খবরের ভিত্তিতে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে মৃত হাতিটি উদ্ধার করে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, ময়নাতদন্তের রিপোর্ট আসলে হাতির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। দোছড়ি বিট কর্মকর্তা রনি তালুকদার আরও বলেন, মৃত হাতির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং ল্যাবে আলামত পাঠানো হয়েছে। বর্তমানে হাতিটি মাটিতে পুঁতে রাখা হয়েছে।

এমআর/সবা