চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ও হল সংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি ও জমা দেওয়া সম্পূর্ণ হয়েছে।চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়ন বিক্রি হয়েছিলো ১,হাজার ১শ ৬২টি। বিক্রি হয়েছে ৯৩১টি। গতকাল রাত আটটার দিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন এবং চাকসু নির্বাচন ওয়েব সাইটে প্রকাশ করেন।
সেখানে আরও উল্লেখ করেন কেন্দ্রীয় সংসদের জন্য মোট বিক্রি হয়েছে ৫২৮টি মনোনয়নপত্র। এর মধ্যে গতপরশু ১২৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং গতকাল জমা দিয়েছেন ৩০৪ জন। দুইদিনে সর্বমোট জমা হয়েছে ৪২৯টি। তবে মনোনয়ন নিয়েও জমা দেননি প্রায় ৯৯ জন প্রার্থী।
হল সংসদের জন্য চারদিনে বিক্রি হয়েছে ৬৩৪টি মনোনয়নপত্র। ছেলেদের হলে বিক্রি হয়েছে ৪৫৪টি, মেয়েদের হলে ১৮০টি। গতপরশু হল সংসদে জমা দেওয়া হয়েছে ২৪৬টি (ছেলেদের হলে ১৫০, মেয়েদের হলে ৯৬) এবং গতকাল জমা হয়েছে ২৫৬টি (ছেলেদের হলে ১৯৬, মেয়েদের হলে ৬০)। দুইদিনে সর্বমোট জমা হয়েছে ৫০২টি। তবে মনোনয়ন গ্রহণ করেও জমা দেননি ১৩২টি। মোট মিলিয়ে চাকসু ও হল সংসদ নির্বাচনে এ মুহূর্তে জমা দেওয়া হয়েছে ৯৩১টি মনোনয়নপত্র।
শাহেদ নামের এক প্রার্থী বলেন, “মনোনয়ন জমা দেওয়ার সময় শিক্ষার্থীরা আমাদের উৎসাহ দিচ্ছে। আশা করি আমরা সুষ্ঠু ও জনমতের প্রতিফলন ঘটাতে পারব। এবং শিক্ষার্থীদের কল্যানে কাজ করার সুযোগ পাবে। আর এক শিক্ষার্থী মন্তব্য করেছেন, “এবারকার নির্বাচন অনেক উত্তেজনাপূর্ণ। সবাই আগ্রহের সঙ্গে প্রার্থী ও ভোটারদের কার্যক্রম দেখছে।”
মনোনয়নপত্রসহ সার্বিক বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার ড. মনির উদ্দিন বলন, “মনোনয়নপত্র বিক্রি ও জমা দেওয়ার তথ্য আমরা নিয়মিত যাচাই বাচাই করেছি। শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে মনোনয়নপত্র নিয়েছে ও জমা দিয়েছে। আশা করি শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীকে বাচাই করে নিতে পারবে। ভোটের প্রক্রিয়াও সব ক্ষেত্রে স্বচ্ছ ও শৃঙ্খলাপূর্ণ হওয়ার জন্য সর্বোচ্চ সচেতন আছি”।


























