পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শাখা ছাত্রদল ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ৪ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পাবনার রত্নদ্বীপ রিসোর্টে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নতুন শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি মাকসুদুর রহমান সুমিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারহান মো. আরিফুর রহমান ও কাইয়ুম উল হাসান (কাউয়ুম)।
বিকেল সাড়ে তিনটায় পবিত্র কুরআন ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতীয় সংগীত, ছাত্রদল সংগীত পরিবেশিত হয় এবং চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্রনেতাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল হক জিহাদী, সাবেক আহ্বায়ক একরামুল হক লিমন, সাবেক সদস্য সচিব সানজিদ প্রান্ত, মেহেদী হাসান মিলনসহ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন ইংরেজি বিভাগের ইয়াসিন আলী ও অর্থনীতি বিভাগের সাকিব হোসেন।
প্রধান অতিথি মাকসুদুর রহমান সুমিত তার বক্তব্যে চব্বিশের গণঅভ্যুত্থান থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনে ছাত্রদলের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, “একাত্তরের পর থেকে এ দেশের রাজনীতিতে ছাত্রদলের ভূমিকা অগ্রগণ্য। শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতা ছাড়া একটি সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব নয়।”
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি শেখ মুজাহিদ হোসেন বলেন, “আমাদের লক্ষ্য হলো গণরুম-টর্চারসেলমুক্ত, মাদকমুক্ত ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা। পাশাপাশি হলের খাবারের মান উন্নয়ন, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার জন্য আধুনিক মেডিকেল সেন্টার, মেয়েদের জন্য নিরাপদ পরিবেশ এবং ক্যাম্পাস সবুজায়নে কাজ করে যাবো।”

সভায় নেতারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তারা বলেন, ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল এবং ভবিষ্যতেও তাদের অধিকার আদায়ে অঙ্গীকারবদ্ধ থাকবে।
অনুষ্ঠানের শেষে নবীনদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে শিক্ষা-সামগ্রী তুলে দেওয়া হয়।
এমআর/সবা


























