ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে হওয়া বার্ষিক মূল্যায়ন জরিপে অকৃতকার্য হয়েছেন। সর্বোচ্চ ১০ নম্বরের মধ্যে তিনি পেয়েছেন মাত্র ২.৪৫।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে জরিপ পরিচালনাকারী সংগঠন ‘ইসলামী বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলন’ এ তথ্য জানায়।
জানা গেছে, ১৮ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইন ও অফলাইনে পরিচালিত এ জরিপে ১৩১২ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ৮৭৬ জন আবাসিক ও ৪৩৬ জন অনাবাসিক শিক্ষার্থী। জরিপে সেশনজট নিরসন, নিরাপত্তা, ছাত্র সংসদ গঠন, গবেষণা বাজেট, মেডিকেল সেন্টারের সেবা, পরিবহন সংকট, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে উপাচার্যের ভূমিকা নিয়ে মতামত নেওয়া হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা অভিযোগ করেন, উপাচার্যের দায়িত্ব পালনের এক বছরে আশ্বাস ছাড়া বাস্তবায়ন হয়নি কোনো কার্যক্রম। ছাত্র সংগঠন ও বিভিন্ন প্ল্যাটফর্মের দাবিগুলোও উপেক্ষিত হয়েছে। গত ৯ সেপ্টেম্বর উপস্থাপিত ১৫ দফা দাবি বাস্তবায়নের রোডম্যাপও এখনো দেওয়া হয়নি।
তাদের দাবি, জরিপে ২.৪৫ নম্বর পাওয়া প্রমাণ করে যে উপাচার্য দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।
এমআর/সবা


























