০৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনগণের জানমালের ক্ষতিসাধনের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আজ শনিবার বেলা ২টা থেকে জেলা সদরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে জানায় প্রশাসন।

এরই মধ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলায় চলছে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ। অষ্টম শ্রেণির এক মারমা ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদ ও নারী নিপীড়নের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে জুম্ম ছাত্র-জনতা এ অবরোধ কর্মসূচি পালন করছে। বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে চলমান অবরোধে দুরপাল্লার সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অভ্যন্তরীণ সড়কগুলোতেও গাড়ি চলাচল করছে না।

অবরোধকারীরা বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে, গাছ কেটে ব্যারিকেড সৃষ্টি করেছে। আলুটিলা এলাকায় একটি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে রোগী ও স্বজনরা আতঙ্কিত হয়ে পড়ে। অপরদিকে, বেড়াতে আসা অনেক পর্যটক সাজেক থেকে ফেরার পথে সড়কে আটকা পড়েছেন, অনেকে বিকল্প পথ খুঁজতে হিমশিম খাচ্ছেন।

এদিকে দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলায় পাহাড়ি ও বাঙালি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় কয়েকজন আহত হন। বর্তমানে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও জনমনে আতঙ্ক বিরাজ করছে।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণির এক মারমা কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন। পরদিন সকালে সেনাবাহিনীর সহায়তায় সন্দেহভাজন যুবক শয়ন শীলকে আটক করে পুলিশ। বর্তমানে তিনি রিমান্ডে আছেন এবং জিজ্ঞাসাবাদ চলছে।

স্থানীয়রা বলছেন, এ ঘটনার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে আন্দোলন আরও বিস্তৃত হতে পারে।

জনপ্রিয় সংবাদ

আইসিবিতে শুরু হলো প্রাণিস্বাস্থ্য ও মৎস্য খাতের প্রদর্শনী

খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

আপডেট সময় : ০৪:২২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনগণের জানমালের ক্ষতিসাধনের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আজ শনিবার বেলা ২টা থেকে জেলা সদরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে জানায় প্রশাসন।

এরই মধ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলায় চলছে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ। অষ্টম শ্রেণির এক মারমা ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদ ও নারী নিপীড়নের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে জুম্ম ছাত্র-জনতা এ অবরোধ কর্মসূচি পালন করছে। বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে চলমান অবরোধে দুরপাল্লার সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অভ্যন্তরীণ সড়কগুলোতেও গাড়ি চলাচল করছে না।

অবরোধকারীরা বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে, গাছ কেটে ব্যারিকেড সৃষ্টি করেছে। আলুটিলা এলাকায় একটি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে রোগী ও স্বজনরা আতঙ্কিত হয়ে পড়ে। অপরদিকে, বেড়াতে আসা অনেক পর্যটক সাজেক থেকে ফেরার পথে সড়কে আটকা পড়েছেন, অনেকে বিকল্প পথ খুঁজতে হিমশিম খাচ্ছেন।

এদিকে দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলায় পাহাড়ি ও বাঙালি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় কয়েকজন আহত হন। বর্তমানে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও জনমনে আতঙ্ক বিরাজ করছে।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণির এক মারমা কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন। পরদিন সকালে সেনাবাহিনীর সহায়তায় সন্দেহভাজন যুবক শয়ন শীলকে আটক করে পুলিশ। বর্তমানে তিনি রিমান্ডে আছেন এবং জিজ্ঞাসাবাদ চলছে।

স্থানীয়রা বলছেন, এ ঘটনার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে আন্দোলন আরও বিস্তৃত হতে পারে।