কক্সবাজার জেলায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। জেলার ৯ উপজেলায় মোট ৩১৭টি পূজা মণ্ডপে দেবী দুর্গার পূজা অনুষ্ঠিত হবে। রবিবার (২৮ সেপ্টেম্বর) মহাষষ্ঠীর অধিবাসের মধ্য দিয়ে শুরু হওয়া এই মহোৎসব চলবে আগামী ২ অক্টোবর পর্যন্ত। বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এই পূজা।
কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এবার জেলায় ১৫১টি প্রতিমা পূজা এবং ১৬৬টি ঘটপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে কক্সবাজার সদরে ৩১টি, চকরিয়ায় ৬৯টি, উখিয়ায় ৯টি এবং কুতুবদিয়ায় ৪৫টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন দাশ জানান, বিগত বছরের তুলনায় এবার পূজা আরও সুশৃঙ্খল ও জাঁকজমকপূর্ণ করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আর ভারপ্রাপ্ত সভাপতি উদয় শঙ্কর পাল মিঠু বলেন, কক্সবাজার সম্প্রীতির শহর। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলেমিশে উৎসব উদযাপন করে। প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
পূজাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহ-অধিনায়ক মেজর এহেতাশামুল হক বলেন, উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। কক্সবাজারের প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। বিজয়া দশমী পর্যন্ত বিশেষ টহল অব্যাহত থাকবে এবং পর্যাপ্ত র্যাব সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি বিভিন্ন উপজেলায় বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালনা করা হচ্ছে।
মহাষষ্ঠী থেকে শুরু করে প্রতিদিনের পূজায় শঙ্খধ্বনি, ঢাক-ঢোল, আরতি, ভক্তদের সমাগম আর মণ্ডপে আলোকসজ্জায় উৎসবমুখর হয়ে উঠেছে কক্সবাজার শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চল।
এমআর/সবা




















