০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ভোটগণনায় অযথা সময় নষ্ট হবে না: প্রো-ভিসি কামাল

চাকসুর ভোট গ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার বিকেল চারটায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হয়। তবে ভোটকেন্দ্রের ভেতরে সারিতে অপেক্ষমাণ ভোটাররা বিকেল চারটার পরও ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। ভোটগ্রহণ শেষে এখন ফলাফলের অপেক্ষায় বিভিন্ন কেন্দ্রের সামনে প্রার্থী ও তাঁদের সমর্থকেরা অবস্থান করছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য অধ্যাপক মো. কামাল উদ্দিন বলেছেন, ‘একটা কথা স্পষ্ট- আমরা মেশিনের মাধ্যমে ভোটগণনা করব। আমাদের শিক্ষার্থীরা এটা জানেন, প্রার্থীরাও জানেন, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাই অবগত। আমরা কোনো অযথা সময় নষ্ট করব না। যত দ্রুত সম্ভব ফলাফল ঘোষণার চেষ্টা করব।’

আজ বুধবার (১৫ অক্টোবর) সর্বশেষ ভোটগ্রহণ পর্যবেক্ষণ বিকাল সাড়ে তিনটার দিকে এ কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়াহইয়া আখতারের নেতৃত্বে সকাল ৯টার দিকে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা কেন্দ্র পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন দুই উপ-উপাচার্য অধ্যাপক শামীম উদ্দিন খান ও অধ্যাপক মো. কামাল উদ্দিন।

এ সময় তাঁরা ভোটগ্রহণ কার্যক্রম তদারকি করেন। প্রশাসনের পক্ষ থেকে ভোটগ্রহণ সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টার পর এখন ভোট গণনা চলছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

ঈদগাঁওয়ে ৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণের প্রস্তুতি ও কার্যক্রম শুরু

ভোটগণনায় অযথা সময় নষ্ট হবে না: প্রো-ভিসি কামাল

চাকসুর ভোট গ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা

আপডেট সময় : ০৫:০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার বিকেল চারটায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হয়। তবে ভোটকেন্দ্রের ভেতরে সারিতে অপেক্ষমাণ ভোটাররা বিকেল চারটার পরও ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। ভোটগ্রহণ শেষে এখন ফলাফলের অপেক্ষায় বিভিন্ন কেন্দ্রের সামনে প্রার্থী ও তাঁদের সমর্থকেরা অবস্থান করছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য অধ্যাপক মো. কামাল উদ্দিন বলেছেন, ‘একটা কথা স্পষ্ট- আমরা মেশিনের মাধ্যমে ভোটগণনা করব। আমাদের শিক্ষার্থীরা এটা জানেন, প্রার্থীরাও জানেন, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাই অবগত। আমরা কোনো অযথা সময় নষ্ট করব না। যত দ্রুত সম্ভব ফলাফল ঘোষণার চেষ্টা করব।’

আজ বুধবার (১৫ অক্টোবর) সর্বশেষ ভোটগ্রহণ পর্যবেক্ষণ বিকাল সাড়ে তিনটার দিকে এ কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়াহইয়া আখতারের নেতৃত্বে সকাল ৯টার দিকে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা কেন্দ্র পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন দুই উপ-উপাচার্য অধ্যাপক শামীম উদ্দিন খান ও অধ্যাপক মো. কামাল উদ্দিন।

এ সময় তাঁরা ভোটগ্রহণ কার্যক্রম তদারকি করেন। প্রশাসনের পক্ষ থেকে ভোটগ্রহণ সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টার পর এখন ভোট গণনা চলছে।

এমআর/সবা