ইতালির পালেরমো শহরের লক্ষ্মী নারায়ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্কৃতির ঐতিহ্যবাহী শ্রীকৃষ্ণ নৃত্য পরিবেশন করে সাড়া ফেলেছে বাংলাদেশের শিশু শিল্পী কোনাল সিংহ।
কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের শিমুলতলা গ্রামের কৃষ্ণ কান্ত সিংহের নাতি কোনাল ঐতিহ্যবাহী মণিপুরী সাজে শ্রীকৃষ্ণের চরিত্রে নৃত্য পরিবেশন করেন। তার মনোমুগ্ধকর ছন্দ, সাবলীল অঙ্গভঙ্গি ও শ্রীকৃষ্ণের বাল্যরূপের প্রকাশভঙ্গি দর্শকদের বিমোহিত করে তোলে। উপস্থিত প্রবাসী বাংলাদেশি ও স্থানীয়রা শিশুটির নৃত্যদক্ষতা ও অভিনয়গুণে মুগ্ধ হয়ে করতালিতে ভরিয়ে দেন পুরো প্রাঙ্গণ।
মণিপুরী নৃত্যের বিশেষত্ব হলো এর শান্ত, লীলায়িত ও মার্জিত ভঙ্গিমা। সূক্ষ্ম হাতের মুদ্রা, নরম পদক্ষেপ এবং ঐতিহ্যবাহী পোশাক পুরো পরিবেশনে এনে দেয় আধ্যাত্মিক ছোঁয়া। শিশু কোনালের এমন পরিবেশনা প্রবাসে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন করে তুলে ধরেছে।
অনুষ্ঠান শেষে দর্শকরা ভবিষ্যতে আরও এমন নৃত্য পরিবেশনের অনুরোধ জানান এবং শিশুটির জন্য শুভকামনা প্রকাশ করেন।
এমআর/সবা


























