চট্টগ্রামের ফটিকছড়িতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় ভূজপুর থানাধীন কাজিরহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যছোলা ইউনিয়নের রওশন আওলিয়া পাড়ের আবদুর রহিমের ছেলে মো. কাউসার (২২), আল আমিনের স্ত্রী তাহমিনা (৩২) এবং রাউজারের মুন্সিরগাটা বাজারের ২ নম্বর গলির মো. কাউসারের স্ত্রী রুজি প্রকাশ লিজা (২৭)।
ভুজপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমতিয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, তারা চট্টগ্রামের অক্সিজেন এলাকায় গাঁজা পৌঁছে দেওয়ার জন্য একটি ব্রিজের ওপর অবস্থান করছিল। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
এমআর/সবা
























