বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী খাগড়াছড়ির পানছড়ি ব্যাটালিয়নে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) দুপুরে পানছড়ি ৩ বিজিবি ব্যাটালিয়ন মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল মো. আব্দুল মোত্তাকিম। তিনি কেক কেটে বিজিবির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বিজিবি দেশের সীমান্তে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে। পাহাড়ের দুর্গম এলাকায় চোরাচালান, পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর। পাশাপাশি সীমান্ত এলাকার জনগণের জীবনমান উন্নয়নে নানা জনকল্যাণমূলক কার্যক্রমও পরিচালনা করছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩২ বিজিবির লে. কর্ণেল কামরান কবির উদ্দিন, বাবুছড়া বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক এসএম ইমরুল কায়েস, ৩০ বীরের স্টাফ অফিসার মেজর রিফাত এবং পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্যাপ্টেন নাইমুল মুসফিক। এতে সামরিক ও অসামরিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমআর/সবা
























