বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) নিজের অর্থায়নে কেনা বহরের সবচেয়ে বড় নতুন জাহাজ ‘এমভি বাংলার প্রগতি’ প্রথম সমুদ্রযাত্রায় চট্টগ্রামে পৌঁছাচ্ছে। আগামী ২০ নভেম্বর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজটি নোঙর করবে।
জাহাজটি গত ২৩ অক্টোবর চীনের নানইয়াং শিপইয়ার্ড থেকে বিএসসি গ্রহণ করেছে। দৈনিক ২০ হাজার ডলারে হংকংয়ের এলটিই কোম্পানি এটি পরিচালনা করছে এবং দেশের সিমেন্ট কারখানার জন্য আমদানিকৃত ৬১ হাজার ৫শ টন স্ল্যাগ বোঝাই করে চট্টগ্রামে পাঠাচ্ছে। স্থানীয় এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে সি কম শিপিং লাইন্স লিমিটেড।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বলেন, “মেইডেন ভয়েজে চট্টগ্রামে আসায় আমাদের খুবই ভালো লাগছে। এটি বিএসসির ইতিহাসে প্রথম নিজস্ব অর্থায়নে কেনা এবং সবচেয়ে বড় জাহাজ।” প্রায় ১৯৯ মিটার লম্বা জাহাজটি ৬৩,৭৭৭ টন পণ্য পরিবহনের উপযোগী। প্রথম ভয়েজে ৬১,৫০০ টন পণ্য কুতুবদিয়ায় নোঙর করে লাইটারিং করছে।
জাহাজটি জেটিতে আসতে পারবে না বলে জানিয়েছেন সি কম শিপিংয়ের পরিচালক জহুর আহমেদ। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসির কাছ থেকে ৯৩৬ কোটি টাকায় দুটি জাহাজ কেনা হয়েছে। আগামী কিছুদিনে অন্য জাহাজও বিএসসির বহরে যুক্ত হবে।
স্বাধীনতার পর ১৯৭২ সালে যাত্রা শুরু করা বিএসসির বহরে এক সময় ৪৪টি জাহাজ থাকলেও নানা অনিয়ম ও দুর্ঘটনার কারণে বহর কমে পাঁচটিতে নেমে আসে। নতুন জাহাজ যুক্ত হলে বহর বেড়ে ছয় থেকে সাতটি হবে। বিএসসি আশা করছে, নতুন জাহাজ দুটি থেকে বছরে প্রায় ২০০ কোটি টাকার আয়ের সম্ভাবনা রয়েছে।
এমআর/সবা























