শেরপুর জেলার পুলিশ সুপার কামরুল ইসলাম নালিতাবাড়ী থানা, সার্কেল অফিস এবং নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্টের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন। বুধবার (১০ নভেম্বর) নালিতাবাড়ী থানা পৌঁছালে থানার পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস দল পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে তিনি থানায় কর্মরত সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আইন–শৃঙ্খলা সুদৃঢ় রাখতে দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। এরপর মালখানা, হাজতখানা, সরকারি অস্ত্রাগারসহ থানার বিভিন্ন ইউনিটের কার্যক্রম ও গুরুত্বপূর্ণ নথিপত্র ঘুরে দেখেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
পরে তিনি নালিতাবাড়ী সার্কেল অফিস এবং নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্টে যান। সেখানে ইমিগ্রেশন কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা এবং নির্মাণাধীন নতুন ভবনের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। তিনি কর্মকর্তাদের জনবান্ধব পুলিশি সেবা আরও উন্নত করার নির্দেশ প্রদান করেন।
পরিদর্শনে সহকারী পুলিশ সুপার (সার্কেল) আফসান-আল আলম, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।




















