চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মো. শাহেদ ইসলাম নামে এক এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার পারুয়া ইউনিয়নের পূর্ব সাহাব্দীনগর এলাকার একটি স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শাহেদ ইসলাম ওই এলাকার মো. আব্দুল মোনাফের ছেলে এবং চলতি বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন জানান, সোমবার (৫ জানুয়ারি) বাড়ি থেকে বের হওয়ার পর শাহেদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আত্মীয়স্বজন ও পরিচিতজনদের বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না মেলায় রাত ১১টার দিকে থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করা হয়।
ওসি বলেন, নিখোঁজের বিষয়টি গুরুত্ব দিয়ে তাৎক্ষণিকভাবে সারাদেশে বालित বার্তা পাঠানো হয়। এর পরদিন সকালে পারুয়া এলাকায় একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সিআইডি ও সুরতহালকারী দল কাজ করছে বলে জানান ওসি আরমান হোসেন। তিনি বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে গুরুত্বসহকারে তদন্ত চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শু/সবা























