”সমাজসেবায় গড়বো দেশ,স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় পালন করা হয়েছে জাতীয় সমাজসেবা দিবস।
আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে র্যালি ও এক আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.নেছার উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন থানার ওসি (তদন্ত) সমির কুমার দাস, ইউপি চেয়ারম্যান মাহামুদুল হক নাহিদ, শিশির দাস ও মো.হারুন অর রশীদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার এসএম দেলোয়ার হোসেন। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন।
সভার পুর্বে এক র্যালি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।




















