১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বেজে গেছে বিপিএলের ঘণ্টা

নির্বাচনে জয়ের খবর শুনেই পরদিনেই মিরপুরে এসেছিলেন সাকিব আল হাসান। উদ্দেশ্য মাঠের ক্রিকেটে পুনরায় মন দেওয়া। কেননা কিছুদিন বাদেই শুরু হচ্ছে দেশের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় আসর ‘বিপিএল’। এমপি সাকিব প্রস্তুতিতে ফিরতে পারলে বাকিদের মাঠে ফিরতে দেরি হওয়ার কথা না। বড়ভাই সাকিবের পর পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা তাসকিন আহমেদও বোলিং করছেন পুরোদমে। তাছাড়া দেশের ক্রিকেটে সাম্প্রতিক কালের আলোচিত নাম তামিম ইকবালও মিরপুর বিমুখ হতে পারেননি। ফিরেছেন ২২ গজে। দেশের ক্রিকেটের বড় তিন তারকা লম্বা সময় ধরে ছিলেন মাঠের বাইরে। তামিম ভারত বিশ্বকাপের আগে থেকে, সাকিব-তাসকিন বিশ্বকাপের পর থেকে। ইনজুরির পাশাপাশি নির্বাচনি ব্যস্ততায় সাকিব ক্রিকেটকে এক পাশে রেখে দিয়েছিলেন। আর তাসকিন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজে ছিলেন না।

সাকিব হতে শুরু করে তামিম-তাসকিনের ফেরার উদ্দেশ্য একই। বিপিএলের দশম আসরে নিজ দলকে ট্রফির মুকুট এনে দিতে সবাই প্রতিশ্রুতিবদ্ধ। যদিও অনুশীলনে তাসকিনের বলে বাঁ হাতে আঘাত পেয়েছিলেন তামিম। কিন্তু আঘাত তেমন গুরুতর নয়। তাই তামিমের প্রত্যার্বতনের দিকে তাকিয়ে সারা দেশ। শুধু এই তিনজনই অনুশীলনে ফেরেননি, নিউজিল্যান্ড সিরিজের ব্যস্ততা শেষে বাকি ক্রিকেটাররাও ধীরে ধীরে ব্যক্তিগতভাবে অনুশীলন করছেন। রংপুর রাইডার্স তাদের স্থানীয় ক্রিকেটারদের নিয়ে আগেভাগেই নেমে পড়েছে। গতকাল দশম আসরকে কেন্দ্র করে আনুষ্ঠানিকভাবে অনুশীলনও করেছে। প্রথম দিনের অনুশীলনে তারা নিজেদের মাঠ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সকেই বেছে নিয়েছিল। প্রস্তুতিতে সাকিবসহ দেশি ক্রিকেটারদের মধ্যে ছিলেন নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ ও তরুণ শামীম পাটোয়ারীর মতো ক্রিকেটাররা।

গতকাল রংপুরের অনুশীলনকে ঘিরে গণমাধ্যমের আগ্রহ ছিল তুঙ্গে। বিশেষ করে সাকিব থাকায় আগ্রহ বেড়ে যায় কয়েকগুণ। সকাল সাড়ে ১১টায় অনুশীলন থাকলেও সাকিব মিরপুর হয়ে বসুন্ধরায় আসেন দুপুর সাড়ে ১২টা নাগাদ। ধাপে ধাপে ব্যাটিং-রানিং করেন বরিশাল থেকে রংপুরে নাম লেখানো সাকিব। রংপুরের কোচ সোহেল ইসলাম পুরোটা সময়জুড়ে সাকিবকে রেখেছিলেন পাখির চোখে। নেটে বেশ কয়েকবার দুজনকে কথা বলতে দেখা গিয়েছে। সোহেল কিছু একটা দিক নির্দেশনা দিচ্ছিলেন আর সাকিব তা শ্যাডো করে দেখাচ্ছিলেন। নেটে লম্বা সময় ব্যাটিংয়ের পর সাকিব রানিং করেন কিছুক্ষণ। এরপর আবার নেটে কিছুক্ষণ ব্যাট হাতে ড্রিল করেন। সদ্য আঙুলের ইনজুরি থেকে মুক্ত হওয়া সাকিব সময় নিয়ে পুরোদমে ব্যাটিং করতে চান। সাংবাদিকদের প্রশ্নে সাকিব বলেন, ‘অনুশীলন শুরু করেছি। আরো কিছু দিন সময় লাগবে। বোলিং আঙুল যেহেতু, স্বাভাবিকভাবেই সময় লাগবে। তবে উন্নতি হচ্ছে ভালোই।’

রংপুরের নেতৃত্ব নিয়েও কথা বলছেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডার বল ঠেলে দিয়েছেন ফ্র্যাঞ্চাইজির কোর্টে। তবে সাকিব জানিয়েছেন, দল হিসেবে তাদের লক্ষ্য একটাই, চ্যাম্পিয়ন হওয়া, ‘রংপুর রাইডার্স কি অন্য কোনো চিন্তা করেছে, চ্যাম্পিয়নের লক্ষ্য ছাড়া? স্বাভাবিকভাবেই দলটা ভালো হয়েছে। আমার মনে হয়, ভারসম্পন্ন দল। একইসঙ্গে অন্যান্য দলও শক্তিশালী। যেহেতু রংপুর রাইডার্স প্রতি বছরই চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়ে থাকে, এ বছরও তাদের সেটাই লক্ষ্য থাকবে।’

ধীরে ধীরে বিদেশি ক্রিকেটাররা দলে যোগ দেবে বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। একমাত্র দল হিসেবে রংপুর আগে অনুশীলন শুরু করলেও বাকি দলগুলোও বসে নেই। তারা আছে শেষ মুহূর্তের প্রস্তুতিতে। আগামীকাল থেকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স মাস্কো-সাকিব একাডেমিতে অনুশীলনের পরিকল্পনা করেছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল ১৪ জানুয়ারি থেকে অনুশীলন শুরু করবে বলে জানা গেছে। বাকি খুলনা-সিলেট-ঢাকারও এই সময়ের মধ্যে অনুশীলন শুরু করার কথা রয়েছে।

 

উল্লেখ্য, আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে দেশের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসর বিপিএল। যেটি শেষ হবে পহেলা মার্চ, ফাইনালের মধ্য দিয়ে। ঢাকা, সিলেট ও চট্টগ্রামে মোট তিন ভেন্যুতে ৪৩ দিনে খেলা হবে ৪৬ ম্যাচ। প্রথম ধাপে ১৯ জানুয়ারি খেলা শুরু হয়ে চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। এরপর দলগুলো উড়াল দেবে সিলেটে। চায়ের নগরীতে খেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। তিন দিন বিরতি দিয়ে মাঝখানে ম্যাচ হবে ১২টি। সিলেট পর্ব শেষে বিপিএল আবার গড়াবে রাজধানীতে। ১০ ফেব্রুয়ারি ঢাকা পর্ব শেষে খেলা গড়াবে চট্টগ্রামে, সাগরিকার পাড়ে। ১৩ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রামে হবে ১২ ম্যাচ। এরপর ২৩ ফেব্রুয়ারি থেকে ঢাকায় হবে বাকি ম্যাচগুলো।

জনপ্রিয় সংবাদ

স্মৃতিসৌধে তারেক রহমান

বেজে গেছে বিপিএলের ঘণ্টা

আপডেট সময় : ০৮:১৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪

নির্বাচনে জয়ের খবর শুনেই পরদিনেই মিরপুরে এসেছিলেন সাকিব আল হাসান। উদ্দেশ্য মাঠের ক্রিকেটে পুনরায় মন দেওয়া। কেননা কিছুদিন বাদেই শুরু হচ্ছে দেশের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় আসর ‘বিপিএল’। এমপি সাকিব প্রস্তুতিতে ফিরতে পারলে বাকিদের মাঠে ফিরতে দেরি হওয়ার কথা না। বড়ভাই সাকিবের পর পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা তাসকিন আহমেদও বোলিং করছেন পুরোদমে। তাছাড়া দেশের ক্রিকেটে সাম্প্রতিক কালের আলোচিত নাম তামিম ইকবালও মিরপুর বিমুখ হতে পারেননি। ফিরেছেন ২২ গজে। দেশের ক্রিকেটের বড় তিন তারকা লম্বা সময় ধরে ছিলেন মাঠের বাইরে। তামিম ভারত বিশ্বকাপের আগে থেকে, সাকিব-তাসকিন বিশ্বকাপের পর থেকে। ইনজুরির পাশাপাশি নির্বাচনি ব্যস্ততায় সাকিব ক্রিকেটকে এক পাশে রেখে দিয়েছিলেন। আর তাসকিন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজে ছিলেন না।

সাকিব হতে শুরু করে তামিম-তাসকিনের ফেরার উদ্দেশ্য একই। বিপিএলের দশম আসরে নিজ দলকে ট্রফির মুকুট এনে দিতে সবাই প্রতিশ্রুতিবদ্ধ। যদিও অনুশীলনে তাসকিনের বলে বাঁ হাতে আঘাত পেয়েছিলেন তামিম। কিন্তু আঘাত তেমন গুরুতর নয়। তাই তামিমের প্রত্যার্বতনের দিকে তাকিয়ে সারা দেশ। শুধু এই তিনজনই অনুশীলনে ফেরেননি, নিউজিল্যান্ড সিরিজের ব্যস্ততা শেষে বাকি ক্রিকেটাররাও ধীরে ধীরে ব্যক্তিগতভাবে অনুশীলন করছেন। রংপুর রাইডার্স তাদের স্থানীয় ক্রিকেটারদের নিয়ে আগেভাগেই নেমে পড়েছে। গতকাল দশম আসরকে কেন্দ্র করে আনুষ্ঠানিকভাবে অনুশীলনও করেছে। প্রথম দিনের অনুশীলনে তারা নিজেদের মাঠ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সকেই বেছে নিয়েছিল। প্রস্তুতিতে সাকিবসহ দেশি ক্রিকেটারদের মধ্যে ছিলেন নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ ও তরুণ শামীম পাটোয়ারীর মতো ক্রিকেটাররা।

গতকাল রংপুরের অনুশীলনকে ঘিরে গণমাধ্যমের আগ্রহ ছিল তুঙ্গে। বিশেষ করে সাকিব থাকায় আগ্রহ বেড়ে যায় কয়েকগুণ। সকাল সাড়ে ১১টায় অনুশীলন থাকলেও সাকিব মিরপুর হয়ে বসুন্ধরায় আসেন দুপুর সাড়ে ১২টা নাগাদ। ধাপে ধাপে ব্যাটিং-রানিং করেন বরিশাল থেকে রংপুরে নাম লেখানো সাকিব। রংপুরের কোচ সোহেল ইসলাম পুরোটা সময়জুড়ে সাকিবকে রেখেছিলেন পাখির চোখে। নেটে বেশ কয়েকবার দুজনকে কথা বলতে দেখা গিয়েছে। সোহেল কিছু একটা দিক নির্দেশনা দিচ্ছিলেন আর সাকিব তা শ্যাডো করে দেখাচ্ছিলেন। নেটে লম্বা সময় ব্যাটিংয়ের পর সাকিব রানিং করেন কিছুক্ষণ। এরপর আবার নেটে কিছুক্ষণ ব্যাট হাতে ড্রিল করেন। সদ্য আঙুলের ইনজুরি থেকে মুক্ত হওয়া সাকিব সময় নিয়ে পুরোদমে ব্যাটিং করতে চান। সাংবাদিকদের প্রশ্নে সাকিব বলেন, ‘অনুশীলন শুরু করেছি। আরো কিছু দিন সময় লাগবে। বোলিং আঙুল যেহেতু, স্বাভাবিকভাবেই সময় লাগবে। তবে উন্নতি হচ্ছে ভালোই।’

রংপুরের নেতৃত্ব নিয়েও কথা বলছেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডার বল ঠেলে দিয়েছেন ফ্র্যাঞ্চাইজির কোর্টে। তবে সাকিব জানিয়েছেন, দল হিসেবে তাদের লক্ষ্য একটাই, চ্যাম্পিয়ন হওয়া, ‘রংপুর রাইডার্স কি অন্য কোনো চিন্তা করেছে, চ্যাম্পিয়নের লক্ষ্য ছাড়া? স্বাভাবিকভাবেই দলটা ভালো হয়েছে। আমার মনে হয়, ভারসম্পন্ন দল। একইসঙ্গে অন্যান্য দলও শক্তিশালী। যেহেতু রংপুর রাইডার্স প্রতি বছরই চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়ে থাকে, এ বছরও তাদের সেটাই লক্ষ্য থাকবে।’

ধীরে ধীরে বিদেশি ক্রিকেটাররা দলে যোগ দেবে বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। একমাত্র দল হিসেবে রংপুর আগে অনুশীলন শুরু করলেও বাকি দলগুলোও বসে নেই। তারা আছে শেষ মুহূর্তের প্রস্তুতিতে। আগামীকাল থেকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স মাস্কো-সাকিব একাডেমিতে অনুশীলনের পরিকল্পনা করেছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল ১৪ জানুয়ারি থেকে অনুশীলন শুরু করবে বলে জানা গেছে। বাকি খুলনা-সিলেট-ঢাকারও এই সময়ের মধ্যে অনুশীলন শুরু করার কথা রয়েছে।

 

উল্লেখ্য, আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে দেশের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসর বিপিএল। যেটি শেষ হবে পহেলা মার্চ, ফাইনালের মধ্য দিয়ে। ঢাকা, সিলেট ও চট্টগ্রামে মোট তিন ভেন্যুতে ৪৩ দিনে খেলা হবে ৪৬ ম্যাচ। প্রথম ধাপে ১৯ জানুয়ারি খেলা শুরু হয়ে চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। এরপর দলগুলো উড়াল দেবে সিলেটে। চায়ের নগরীতে খেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। তিন দিন বিরতি দিয়ে মাঝখানে ম্যাচ হবে ১২টি। সিলেট পর্ব শেষে বিপিএল আবার গড়াবে রাজধানীতে। ১০ ফেব্রুয়ারি ঢাকা পর্ব শেষে খেলা গড়াবে চট্টগ্রামে, সাগরিকার পাড়ে। ১৩ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রামে হবে ১২ ম্যাচ। এরপর ২৩ ফেব্রুয়ারি থেকে ঢাকায় হবে বাকি ম্যাচগুলো।