০৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইলেকট্রিক শর্টে মাছ শিকারের অপরাধে দুই জেলের অর্থদণ্ড

চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীতে ইলেকট্রিক শর্টে মাছ শিকার করায় দুই জেলেকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। জব্দ করা হয়েছে নৌকাসহ মাছ শিকার করার সরঞ্জামাদি।

আজ সোমবার (২২ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা। অর্থদণ্ড প্রাপ্ত জেলেরা হলেন-মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও গ্রামের মো. সুরুজ মিয়ার ছেলে মো. উজ্জল মিয়া (৩০) এবং একই গ্রামের মো. বাছের মিয়ার ছেলে মো. আসাদ মিয়া (২৫)।

এসব তথ্য জানান, অভিযানে অংশগ্রহনকারী হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব রশীদ।

তিনি বলেন, রাতে এই দুই জেলে ব্যাটারীচালিত সরঞ্জামাদি ব্যবহার করে ইলেকট্রিক শর্টে মাছ শিকার করে। সংবাদ পেয়ে নৌ-পুলিশসহ আমরা চরভৈরবী লঞ্চঘাট এলাকা থেকে সকাল ৮টায় তাদেরকে মাছ শিকার করার সরঞ্জামাদিসহ আটক করি। এরপর ভ্রাম্যমান আদালতে তাদেরকে অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. কামরুজ্জামান, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান, নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. জাহাঙ্গীর হোসেন, চরভৈরবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুলসহ নৌ পুলিশ সদস্যরা।

 

 

স/মিফা

জনপ্রিয় সংবাদ

ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণেই গণভোট: আলী রীয়াজ

ইলেকট্রিক শর্টে মাছ শিকারের অপরাধে দুই জেলের অর্থদণ্ড

আপডেট সময় : ০৭:৪১:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪

চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীতে ইলেকট্রিক শর্টে মাছ শিকার করায় দুই জেলেকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। জব্দ করা হয়েছে নৌকাসহ মাছ শিকার করার সরঞ্জামাদি।

আজ সোমবার (২২ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা। অর্থদণ্ড প্রাপ্ত জেলেরা হলেন-মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও গ্রামের মো. সুরুজ মিয়ার ছেলে মো. উজ্জল মিয়া (৩০) এবং একই গ্রামের মো. বাছের মিয়ার ছেলে মো. আসাদ মিয়া (২৫)।

এসব তথ্য জানান, অভিযানে অংশগ্রহনকারী হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব রশীদ।

তিনি বলেন, রাতে এই দুই জেলে ব্যাটারীচালিত সরঞ্জামাদি ব্যবহার করে ইলেকট্রিক শর্টে মাছ শিকার করে। সংবাদ পেয়ে নৌ-পুলিশসহ আমরা চরভৈরবী লঞ্চঘাট এলাকা থেকে সকাল ৮টায় তাদেরকে মাছ শিকার করার সরঞ্জামাদিসহ আটক করি। এরপর ভ্রাম্যমান আদালতে তাদেরকে অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. কামরুজ্জামান, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান, নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. জাহাঙ্গীর হোসেন, চরভৈরবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুলসহ নৌ পুলিশ সদস্যরা।

 

 

স/মিফা