রংপুর অঞ্চলের ৫ জেলায় চলতি মৌসুমে মসলা জাতীয় ফসল পেঁয়াজ ও রসুনের চাষ
বেড়েছে। কৃষকগণ লাভবান হওয়ায় পেঁয়াজ ও রসুনের চাষের প্রতি আগ্রহী হচ্ছে। রংপুর অঞ্চলের
গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিহাট, রংপুর ও নীলফামারী জেলায় চলতি মৌসুমে পেঁয়াজের
উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লক্ষ ১৪ হাজার ৭৬০ মেট্রিক টন এবং রসুনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৮
হাজার ৮৮০ মেট্রিক টন। রংপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার রংপুর
অঞ্চলের ৫ জেলায় ৯ হাজার ৩৫৫ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করা হয়েছে। যা গতবারের চেয়ে ৫২১ হেক্টর
বেশি। এরমধ্যে রংপুরে ৩ হাজার ৫১০ হেক্টর, গাইবান্ধায় ১ হাজার ৫৬৯ হেক্টর, কুড়িগ্রামে ২ হাজার
৫০৫ হেক্টর, লালমনিহাটে ৯২০ হেক্টর ও নীলফামারী জেলায় ৮৫১ হেক্টর জমিতে চাষ হয়েছে। বাজারে
পেঁয়াজের দামের ঊর্ধ্বগতিতে কৃষি কর্মকর্তারা পেঁয়াজ চাষে কৃষকদের উদ্ধুদ্ধ করার কারণে
পেঁয়াজ চাষে ঝুঁকে পড়েছে কৃষকগণ।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা গ্রামে কৃষক জালাল উদ্দিন বলেন,
আগে পেঁয়াজ চাষ করতেন না। পেঁয়াজ দাম বৃদ্ধি পাওয়ায় চলতি মৌসুমে ৩০ শতাংশ জমিতে
তিনি পেঁয়াজ চাষ করেছেন। অপরদিকে, রংপুর অঞ্চলের ৫ জেলায় গতবারের চেয়ে এবার ১১৮ হেক্টর বেশি
জমিতে রসুন চাষ করা হয়েছে। এবার মোট জমির পরিমাণ ৩ হাজার ৪৮৪ হেক্টর। এরমধ্যে রংপুরে ১
হাজার ২৭০, গাইবান্ধায় ৩২৬ হেক্টর, কুড়িগ্রামে ৬১৫, লালমনিহাটে ৪৫৭ ও নীলফামারীতে ৮১৬ হেক্টর
জমিতে রসুন চাষ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের উপ-পরিচালক আব্দুল্লাহ আল
মামুন বলেন, পেঁয়াজ ও রসুন চাষে কৃষকদের উৎসাহিত ও প্রণোদনা দেওয়া হয়েছে। এ কারণে
পেঁয়াজ ও রসুন চাষ বেড়েছে।
রংপুরে ট্রাক চাপায় ক্লিনিক পরিচালক নিহত
রংপুর ব্যুরো: রংপুরে ট্রাক চাপায় আসিদুল ইসলাম নামে এক ক্লিনিক পরিচালক নিহত হয়েছে।
এ সময় সম্রাট নামে আরও ১ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল
কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। গত ২২ জানুয়ারি সোমবার
দিবাগত রাত সোয়া ৮টার দিকে রংপুর মহানগরীর আরএমসি শপিং কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা
ঘটে। রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) জয়ন্ত কুমার সেন বলেন,
সোমবার রাত সোয়া ৮টার দিকে আরএমসি শপিং কমপ্লেক্সটির সামনে মেডিক্যাল মোড় থেকে
আসা একটি ট্রাক একটি মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দেয়। এতে মোটরসাইকেল
আরোহী আসিদুল ইসলামের ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহত আসিদুল ইসলাম রংপুর আশা ক্লিনিক
এ্যান্ড হসপিটালের পরিচালক।
শিরোনাম
রংপুরে পেঁয়াজ ও রসুন চাষ বেড়েছে
-
রংপুর ব্যুরো - আপডেট সময় : ১১:৪০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
- ।
- 102
জনপ্রিয় সংবাদ


























