০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে শীতার্তদের মাঝে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ 

দিনাজপুরে কয়েক দিন ধরে শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষেররা। জেলার  অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চত্বরে প্রায় সাড়ে ৩’শ জন শীতার্ত ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান বলেন, বর্তমান শৈতপ্রবাহে দিনাজপুরে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে। এখানে বেশ কয়েকদিন থেকে ঠান্ডা হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আমাদের রংপুর রিজিয়নের আওতাধীন যতগুলো ব্যাটালিয়ন ও তাদের অধীনে যেসমস্ত বিওপি আছে সেখানে মহাপরিচালকের নির্দেশনায় আমরা শীত বস্ত্র বিতরণ করছি।
তিনি আরও বলেন, আজকে এনায়েত পুরে শীত বস্ত্র বিতরণ করা হলো। এটি পর্যায়ক্রমে চলতে থাকে। যাতে করে সাধারণ মানুষ এই শীতে কষ্ট না পায়। বিজিবি দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি সবধরনের দুর্যোগ মোকাবেলায় জনগণের পাশে দাঁড়ায়। ভবিষ্যতেও অসহায় দরিদ্র দুস্থদের পাশে বিজিবি তাদের কার্যক্রম চলমান রাখবে বলেও জানান তিনি।
এসময় দিনাজপুর সদর দপ্তরের সেক্টর কমান্ডার, দিনাজপুর ব্যাটালিয়নের (৪২বিজিবি) অধিনায়ক, বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাওলা ও বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরে শীতার্তদের মাঝে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ 

আপডেট সময় : ০২:৪৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
দিনাজপুরে কয়েক দিন ধরে শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষেররা। জেলার  অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চত্বরে প্রায় সাড়ে ৩’শ জন শীতার্ত ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান বলেন, বর্তমান শৈতপ্রবাহে দিনাজপুরে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে। এখানে বেশ কয়েকদিন থেকে ঠান্ডা হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আমাদের রংপুর রিজিয়নের আওতাধীন যতগুলো ব্যাটালিয়ন ও তাদের অধীনে যেসমস্ত বিওপি আছে সেখানে মহাপরিচালকের নির্দেশনায় আমরা শীত বস্ত্র বিতরণ করছি।
তিনি আরও বলেন, আজকে এনায়েত পুরে শীত বস্ত্র বিতরণ করা হলো। এটি পর্যায়ক্রমে চলতে থাকে। যাতে করে সাধারণ মানুষ এই শীতে কষ্ট না পায়। বিজিবি দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি সবধরনের দুর্যোগ মোকাবেলায় জনগণের পাশে দাঁড়ায়। ভবিষ্যতেও অসহায় দরিদ্র দুস্থদের পাশে বিজিবি তাদের কার্যক্রম চলমান রাখবে বলেও জানান তিনি।
এসময় দিনাজপুর সদর দপ্তরের সেক্টর কমান্ডার, দিনাজপুর ব্যাটালিয়নের (৪২বিজিবি) অধিনায়ক, বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাওলা ও বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।