বগুড়ার শিবগঞ্জে বাবার লাঠির আঘাতে ছেলে ফারাজ মন্ডল(২২) নিহত। সে উপজেলকর বুড়িগঞ্জ বানিহারা এলাকার সোহরাব ওরফে চিনার ছেলে। বৃহস্পতিবার ভোরে ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুর রউফ জানান, মঙ্গলবার দুপুরে পারিবারিক কথাবার্তা নিয়ে ফারাজ মন্ডল তার মায়ের সাথে ঝগড়ায় জড়ায়। এ অবস্থা দেখে বাবা সোহবার ছেলে ফারাজকে (কাঠের বাটাম) লাঠি দিয়ে আঘাত করে। এতে ছেলে ফারাজ মন্ডল গুরুতর আহত হয়। আহত ফারাজকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে বিকেলে ঢাকায় স্থানান্তর করে। রাতে ঢাকা হাসপাতালে ভতি করা হলে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টায় ফারাজ মন্ডল মারা।






















