০৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে বিনামুল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য পেল প্রায় ৪ হাজার শ্রমিক

গাজীপুরে এএমসি নিট কম্পোজিট লিমিটেড প্রায় চার হাজার শ্রমিক-কর্মীদের মাঝে মণিহারী পণ্যের ঝুড়ি সরবরাহ করা হয়েছে। দি কটন গ্রুপ (বিএন্ডসি’র) সাথে সহযোগিতায় ৩৭৫০ জন কর্মীকে বিনামূল্যে চাল, মসুর ডাল, তেল এবং ময়দাসহ নিত্যপণ্য বিতরণ করা হয়।

আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় কারখানা প্রাঙ্গণে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলজিয়ামের কটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস মুরিয়েল ডেজিস্ট।

এসব বিতরণে কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি, এএমসি নিট কম্পোজিট লিমিটেড, দি কটন গ্রুপ, এসপি গ্রুপের যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে নিত্যপণ্যগুলো বিতরণ করা হয়। এ উদ্যোগটি শ্যমিকদের ঝুঁকি মোকাবিলায় নিজেদের মধ্যে আন্ত সমর্থনের একটি উদ্যোগ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলে উদ্যোক্তারা মনে করেন।

তারা মনে করেন, তাদের উদ্যোগটি শ্রমিক-কর্মীদের পারিবারিকভাবে আর্থিক বোঝা লাঘবের ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হবে বলে মনে করছে। শ্রমশক্তি বৃদ্ধি ও শ্রমের সাথে যুক্ত শ্রেণীর মানুষদের উৎসাহিত করতে প্রত্যাশা সৃষ্টি করবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শুভল চন্দ্র সাহা এবং দ্য কটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস মুরিয়েল ডেজিস্ট।

প্রধান অতিথি মুরালি বলেন, এই কারখানার চার হাজার শ্রমিকের সাথে আমাদের সম্পর্কটা পরিবারের মত। পরিবারের মত বলতে আমি বোঝাচ্ছি আমরা এক পরিবারের সদস্য। আজকের এই দিনটা অনেক সুন্দর একটি দিন। আজকে এই দিনটা শ্রমিক মালিক সম্পর্কের একটি দিন। আজকের এই দিনে বি এন্ড সি, এএমসি, এবং শ্রমিকেরা  একসাথে হতে পেরেছি।

তিনি আরো বলেন, গত কয়েক বছর আগে আমাদের একটা চ্যালেঞ্জ ছিল।  সেটা আমরা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। বর্তমানেও আমাদের প্রোডাক্ট কোয়ালিটি অত্যন্ত মানসম্পন্ন। পণ্য সামগ্রী প্রাপ্ত পোষাক শ্রমিকেরা হলেন, সুমন চাকমা, রিডালা বেগম, মদিনা, মোসাম্মৎ স্বপ্না আক্তার,  সুরুজ্জামান, আসমা খাতুন, শামীম, জেসমিন আক্তার, লিপি আক্তার, সোমা আক্তার প্রমূখ।

এএমসি নিট কম্পোজিট লিমিটেড এবং দ্য কটন গ্রুপের মধ্যে এই সহযোগিতামূলক প্রচেষ্টা ইতিবাচক প্রভাব তৈরিতে কর্পোরেট অংশীদারিত্বের শক্তিকে তুলে ধরে।  একসাথে কাজ করার মাধ্যমে, তারা শুধুমাত্র কর্মীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করেনি বরং অন্যান্য সংস্থার অনুসরণ করার জন্য একটি অনুপ্রেরণামূলক উদাহরণও স্থাপন করেছে।

নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে পোশাক শিল্প এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধান অতিথি বলেন, আমাদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ। কারখানা পরিবেশ ও সামাজিক নিরাপত্তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এএমসি নিট কম্পোজিট লিমিটেড এবং দ্য কটন গ্রুপের মধ্যে এই সহযোগিতামূলক প্রচেষ্টা এ খাতে ইতিবাচক প্রভাব তৈরিতে সাহায্য করবে। আরও বক্তব্য রাখেন এসপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শুভল চন্দ্র সাহা।

 

স/মিফা
জনপ্রিয় সংবাদ

আপিল শুনানির অষ্টম দিনে ৪৫ আবেদন মঞ্জুর করল ইসি

গাজীপুরে বিনামুল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য পেল প্রায় ৪ হাজার শ্রমিক

আপডেট সময় : ০৫:৩০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪

গাজীপুরে এএমসি নিট কম্পোজিট লিমিটেড প্রায় চার হাজার শ্রমিক-কর্মীদের মাঝে মণিহারী পণ্যের ঝুড়ি সরবরাহ করা হয়েছে। দি কটন গ্রুপ (বিএন্ডসি’র) সাথে সহযোগিতায় ৩৭৫০ জন কর্মীকে বিনামূল্যে চাল, মসুর ডাল, তেল এবং ময়দাসহ নিত্যপণ্য বিতরণ করা হয়।

আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় কারখানা প্রাঙ্গণে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলজিয়ামের কটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস মুরিয়েল ডেজিস্ট।

এসব বিতরণে কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি, এএমসি নিট কম্পোজিট লিমিটেড, দি কটন গ্রুপ, এসপি গ্রুপের যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে নিত্যপণ্যগুলো বিতরণ করা হয়। এ উদ্যোগটি শ্যমিকদের ঝুঁকি মোকাবিলায় নিজেদের মধ্যে আন্ত সমর্থনের একটি উদ্যোগ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলে উদ্যোক্তারা মনে করেন।

তারা মনে করেন, তাদের উদ্যোগটি শ্রমিক-কর্মীদের পারিবারিকভাবে আর্থিক বোঝা লাঘবের ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হবে বলে মনে করছে। শ্রমশক্তি বৃদ্ধি ও শ্রমের সাথে যুক্ত শ্রেণীর মানুষদের উৎসাহিত করতে প্রত্যাশা সৃষ্টি করবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শুভল চন্দ্র সাহা এবং দ্য কটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস মুরিয়েল ডেজিস্ট।

প্রধান অতিথি মুরালি বলেন, এই কারখানার চার হাজার শ্রমিকের সাথে আমাদের সম্পর্কটা পরিবারের মত। পরিবারের মত বলতে আমি বোঝাচ্ছি আমরা এক পরিবারের সদস্য। আজকের এই দিনটা অনেক সুন্দর একটি দিন। আজকে এই দিনটা শ্রমিক মালিক সম্পর্কের একটি দিন। আজকের এই দিনে বি এন্ড সি, এএমসি, এবং শ্রমিকেরা  একসাথে হতে পেরেছি।

তিনি আরো বলেন, গত কয়েক বছর আগে আমাদের একটা চ্যালেঞ্জ ছিল।  সেটা আমরা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। বর্তমানেও আমাদের প্রোডাক্ট কোয়ালিটি অত্যন্ত মানসম্পন্ন। পণ্য সামগ্রী প্রাপ্ত পোষাক শ্রমিকেরা হলেন, সুমন চাকমা, রিডালা বেগম, মদিনা, মোসাম্মৎ স্বপ্না আক্তার,  সুরুজ্জামান, আসমা খাতুন, শামীম, জেসমিন আক্তার, লিপি আক্তার, সোমা আক্তার প্রমূখ।

এএমসি নিট কম্পোজিট লিমিটেড এবং দ্য কটন গ্রুপের মধ্যে এই সহযোগিতামূলক প্রচেষ্টা ইতিবাচক প্রভাব তৈরিতে কর্পোরেট অংশীদারিত্বের শক্তিকে তুলে ধরে।  একসাথে কাজ করার মাধ্যমে, তারা শুধুমাত্র কর্মীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করেনি বরং অন্যান্য সংস্থার অনুসরণ করার জন্য একটি অনুপ্রেরণামূলক উদাহরণও স্থাপন করেছে।

নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে পোশাক শিল্প এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধান অতিথি বলেন, আমাদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ। কারখানা পরিবেশ ও সামাজিক নিরাপত্তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এএমসি নিট কম্পোজিট লিমিটেড এবং দ্য কটন গ্রুপের মধ্যে এই সহযোগিতামূলক প্রচেষ্টা এ খাতে ইতিবাচক প্রভাব তৈরিতে সাহায্য করবে। আরও বক্তব্য রাখেন এসপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শুভল চন্দ্র সাহা।

 

স/মিফা