দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পরিধি বাড়ছে। নিজে ও অন্যকে স্বাবলম্বী করতে এসএমই খাতে নানা উদ্যোগ গ্রহণ করছেন উদ্যোক্তারা। গ্রামে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা গ্রহণ না করা গৃহিণী থেকে শুরু করে শহরের শিক্ষিত বেকার যুবক সবাই ব্যবসায়িক নানা উদ্যোগ নিচ্ছেন, যার মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান বাড়ছে এসএমই খাতের।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) পরিসংখ্যান অনুযায়ী, দেশের মোট জিডিপির ২৫ শতাংশ আসে এসএমই খাত থেকে। শিল্প খাতের কর্মসংস্থানের ৮৬ শতাংশই এ খাতে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) তথ্য বলছে, বাংলাদেশের জিডিপিতে এসএমই খাতের অবদান ২০-২৫ শতাংশ।






















