০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চন্দ্রঘোনায় বাদল খিয়াং এর স্মরণ সভা অনুষ্ঠিত 

রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা ক্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং এর পিতা হাসপাতালের প্রাক্তন অর্থ কর্মকর্তা স্বর্গীয়  বাদল খিয়াং এর স্মরণ সভা শুক্রবার সকাল ১১ টায় হাসপাতালের ডা: মং স্টিফেন চৌধুরী স্টাফ ক্লাবে অনুষ্ঠিত হয়।  চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ এবং স্বর্গীয় বাদল খিয়াং এর পরিবার এই স্মরণ সভার আয়োজন করেন।
চার্চের পালক  রেভারেন্ড সখীয় বৈরাগীর পরিচালনায় এসময় বাদল খিয়াং এর কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন চট্টগ্রাম কালবেরী ব্যাপ্টিস্ট চার্চের পালন ড. জন সরকার, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চের সভাপতি বিপ্লব মারমা, পাস্টর ড. স্টিফেন মিত্র,  চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের সাধারণ সম্পাদক বিজয় মারমা, প্রাক্তন সম্পাদক অংথুই খিয়াং, মহিলা সমিতির সম্পাদক নমিতা মিত্র, কুষ্টাশ্রম ব্যাপ্টিস্ট চার্চের সম্পাদক শিমসন চাকমা, হাসপাতালের স্টাফ সৌমেন খিয়াং, মিসেস অলোকা চৌধুরী, মি: জেমস সরকার, ডা: অংসাজাই মারমা।
ধন্যবাদ জ্ঞাপন করেন বাদল খিয়াং এর বড় ছেলে ডা: সুবীর খিয়াং।
জনপ্রিয় সংবাদ

আপিল শুনানির অষ্টম দিনে ৪৫ আবেদন মঞ্জুর করল ইসি

চন্দ্রঘোনায় বাদল খিয়াং এর স্মরণ সভা অনুষ্ঠিত 

আপডেট সময় : ০৭:৩৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা ক্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং এর পিতা হাসপাতালের প্রাক্তন অর্থ কর্মকর্তা স্বর্গীয়  বাদল খিয়াং এর স্মরণ সভা শুক্রবার সকাল ১১ টায় হাসপাতালের ডা: মং স্টিফেন চৌধুরী স্টাফ ক্লাবে অনুষ্ঠিত হয়।  চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ এবং স্বর্গীয় বাদল খিয়াং এর পরিবার এই স্মরণ সভার আয়োজন করেন।
চার্চের পালক  রেভারেন্ড সখীয় বৈরাগীর পরিচালনায় এসময় বাদল খিয়াং এর কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন চট্টগ্রাম কালবেরী ব্যাপ্টিস্ট চার্চের পালন ড. জন সরকার, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চের সভাপতি বিপ্লব মারমা, পাস্টর ড. স্টিফেন মিত্র,  চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের সাধারণ সম্পাদক বিজয় মারমা, প্রাক্তন সম্পাদক অংথুই খিয়াং, মহিলা সমিতির সম্পাদক নমিতা মিত্র, কুষ্টাশ্রম ব্যাপ্টিস্ট চার্চের সম্পাদক শিমসন চাকমা, হাসপাতালের স্টাফ সৌমেন খিয়াং, মিসেস অলোকা চৌধুরী, মি: জেমস সরকার, ডা: অংসাজাই মারমা।
ধন্যবাদ জ্ঞাপন করেন বাদল খিয়াং এর বড় ছেলে ডা: সুবীর খিয়াং।