বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ও পার্বত্য চট্টগ্রামে ৬ষ্ঠ তম সংঘরাজ সংঘনায়ক ভদন্ত বিচারিন্দ মহাথের মহাপ্রয়াণে আগামী ২৯ ও ৩০ মার্চ লক্ষাধিক মানুষ ও ৪ শতাধিক বৌদ্ধ ভিক্ষুর উপস্থিতিতে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৬মার্চ) সকালে রোয়াংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহার প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলন আয়োজন করে জানিয়েছেন অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান উদযাপন কমিটি ।
এ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে ২৭টি সইং নৃত্য দল (দল বেঁধে সংস্কৃতি নৃত্য), ১৩টি ইঁয়ই নৃত্যদল (দোলনা নৃত্য) এবং ৪শতাধিক ভিক্ষুসংঘ ও লাখো পূণ্যার্থীর অংশগ্রহণে দুই দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া পর্যাপ্ত নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ৫ শতাধিক স্থানীয় স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
অনুষ্ঠানে তিন পার্বত্য জেলা, কক্সবাজার ও চট্টগ্রামসহ সারাদেশ থেকে আগত লাখো পূণ্যার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে প্রত্যাশা করছেন উদযাপন কমিটি।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উদযাপন কমিটির সদস্য সচিব ভদন্ত তিক্ষিন্দ্রিয় থের। রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের ভারপ্রাপ্ত বিহারাধ্যক্ষ ও উদযাপন কমিটির সহ-সভাপতি ভদন্ত পঞঞানন্দ মহাথের, ভঙ্গামূড়া পাড়া বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত সোমা মহাথের, পার্বত্য ভিক্ষু পরিষদের অধ্যক্ষ ও উদযাপন কমিটির প্রধান সম্পাদক ভদন্ত ইন্দাচারা মহাথের, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি চহ্লা মং মারমা, রোয়াংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান মেহ্লাঅং মারমাসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে ৬ষ্ঠ তম সংঘরাজ, ৭১ বছর বর্ষীয়ান ধর্মীয় গুরু, সংঘনায়ক ভদন্ত বিচারিন্দ মহাথের তিনি আজীবন রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ হিসেবে অধিষ্ঠিত ছিলেন। তিনি ৯০ বছর ৬ মাস বয়সে গতবছর ১৭ আগষ্ট বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত বৌদ্ধ ভিক্ষুকে দীর্ঘ সাত মাস মমিকরণের মাধ্যমে রাখা হয়েছে। তিনি কোন ওয়ারিশ বা উত্তরাধিকারী রেখে যাননি।






















