ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের শোকসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
২৮মার্চ(বৃহস্পতিবার) সাংবাদিকতা বিভাগের নিজস্ব সংগঠন ডিআইইউ কমিউনিকেশন ক্লাবের আয়োজনে ড্যাফোডিল স্মার্ট সিটির ফুডকোর্টে এই শোকসভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
গত ২৯ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও ডিআইইউ কমিউনিকেশন ক্লাবের সাবেক সভাপতি নিহত তুষার হাওলাদারের স্মরনে এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত শোকসভা ও ইফতার মাহফিলে ক্লাবের সহ-সভাপতি মিথুন মজুমদারের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল কাবিল খান, বিভাগীয় প্রধান আফতাব হোসেন, মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড.লিজা সারমিন।
বক্তারা সকলেই বেইলি রোডের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় তুষার হাওলাদার সহ নিহত সকলের স্মরনে শোক প্রকাশ করেন। শোকসভা শেষে তুষার হাওলাদারের আত্নার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সাংবাদিকতা বি়ভাগের ৪৯ব্যাচের শিক্ষার্থী মুসফিকুর রহমান।
এইসময় সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সকল শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং ডিআইইউ কমিউনিকেশন ক্লাবের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।


























