গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার এলাকায় জোরপূর্বক কৃষিজমি দখলের পাঁয়তারা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার তেলিহাটির আবদার গ্রামের মৃত লোকমান আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা মো: মোছলেহ উদ্দিনের(৭০) আবদার মৌজার ৭০ শতাংশ কৃষিজমির বেড়া ভাঙচুর ও বিভিন্ন প্রকার সবজি ও ফলদ গাছ কেটে ফেলে সন্ত্রাসীরা। আবদার গ্রামের হযরত আলীর তিন পুত্রের নেতৃত্বে ২০-২৫ জন জোরপূর্বক এ কৃষিজমির বিভিন্ন ফসলাদি নষ্ট করে ১ লাখ টাকা ক্ষতি সাধন করে।এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মো: মোছলেহ উদ্দিন বাদি হয়ে ওই গ্রামের হযরত আলীর ছেলে রতন মিয়া(৪৫),রফিকুল ইসলাম(৩০),রমজানকে নামীয় এবং অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেন। সরেজমিন গিয়ে জানা গেছে, হযরত আলীর তিন পুত্র দীর্ঘ দিন ধরে নিরীহ কৃষকদের জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা করে আসছেন। তিনিজোরপূর্বক জমি দখলের পাঁয়তারা করছে এবং জমির সবজি ও ফলের গাছ কেটে দখলের চেষ্টা করেন। শুধু তাই নয়, প্রতিবাদ করলে নিরীহ কৃষকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়।বীর মুক্তিযোদ্ধা মোছলেহ উদ্দিনের মালিকানাধীন জমিতে দায়িত্বে থাকা ময়মনসিংহ ফুলপুরের আব্দুল কাদিরের ছেলে শফিকুল ইসলাম বলেন,দীর্ঘ ২০ বছর ধরে এ জমিতে রায়েত থেকে কৃষি কাজ করে আসছেন। এই এলাকার হযরত আলীর ছেলেরা আমাদের এখন থেকে উচ্ছেদের অপচেষ্টা করছে। তাই তারা আমার বিভিন্ন প্রকার সবজি ও ফলদ গাছ কেটে ফেলেছে। আমি এর বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত হযরত আলীর তিন পুত্রের বক্তব্য জানতে তাদের মোবাইল ফোনে ফোন দিলেও কথা বলা সম্ভব হয়নি।
এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আকবর আলী খান বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
শিরোনাম
শ্রীপুরে ফসলি জমি দখলের পাঁয়তারা:সবজি ও ফলের গাছ কর্তন
-
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি - আপডেট সময় : ০১:১৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
- ।
- 62
জনপ্রিয় সংবাদ






















