আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে পাবনার ভাঙ্গুড়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) রাতে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে উপজেলা আ.লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক সরদার আবুল কালাম আজাদের কটূক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলনে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল বলেন, দলীয় আলোচনার মাধ্যমে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন বলেন, আজাদ ফেসবুকে যেটা লিখেছে, সেটা সে কোনভাবেই লিখতে পারে না। তার এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাৎক্ষণিক প্রতিবাদ করি। কোনভাবেই তাকে ছাড় দেয়া হবে না।
সংবাদ সম্মেলনে জেলা আ.লীগের দপ্তর সম্পাদক মুস্তাফিজুর রহমান সুইট, ভাঙ্গুড়া উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ছবি, উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য আসলাম আলী, অধ্যক্ষ সাইদুল ইসলামসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের ডাকা সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।






















