ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রংপুরে ২টি উপজেলায় ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ দুই উপজেলায় চেয়ারম্যানসহ তিনটি পদে লড়ছেন ২৭ প্রার্থী। কাউনিয়া উপজেলায় ১৩ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। তাদের মধ্যে ৩ চেয়ারম্যান প্রার্থী। ভাইস চেয়ারম্যান প্রার্র্থী রয়েছে ৬ জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী রয়েছেন। কাউনিয়া নির্বাচন অফিস সুত্রে জানা যায়, একটি পৌরসভা ও ৬টি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ডের ৯৩টি ভোটকেন্দ্রের ৫১৭টি স্থায়ী এবং ১৮টি অস্থায়ী ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে। তৃতীয় লিঙ্গের জনসহ ভোটার সংখ্যা ২ লক্ষ ৪০ হাজার ৫৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৫০৯ এবং নারী ১ লক্ষ ৪ হাজার ৩২ জন। অন্যদিকে পীরগাছা উপজেলা নির্বাচনে তিনটি পদে ১৪ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। তাদের মধ্যে চার চেয়ারম্যান প্রার্থী। ভাইস চেয়ারম্যান প্রার্র্থী রয়েছেন ৪ জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন। নির্বাচন অফিস সুত্রে জানা যায়, পীরগাছা উপজেলায় তিনজন তৃতীয় লিঙ্গসহ ২ লক্ষ ৮১ হাজার ৬৯৮ জন ভোটার ১১৩টি স্থায়ী ও ৭০টি অস্থায়ী কেন্দ্রের ৭৬০টি কক্ষে ভোট দেবেন। এর মধ্যে ১ লক্ষ ৩৯ হাজার ১৬৭ পুরুষ ও ১ লক্ষ ৪২ হাজার ৫২৮ জন নারী ভোটার রয়েছেন।
শিরোনাম
রংপুরে দুই উপজেলায় ভোট গ্রহণ চলছে
-
রংপুর ব্যুরো - আপডেট সময় : ০৯:৩১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
- । অনলাইন
- 232
জনপ্রিয় সংবাদ






















