প্রথম ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে রংপুরের পীরগাছায় আব্দুল্লাহ আল মাহমুদ মিলন ও কাউনিয়ায় আনারুল ইসলাম উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ৮ মে বুধবার রাতে ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা তাদেরকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন মোটরসাইকেল প্রতীককে ৪২৭৬৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মনোয়ারুল ইসলাম মাসুদ দোয়াত কলম প্রতীককে পেয়েছেন ৪০ হাজার ৯৪৮ ভোট। অপরদিকে কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনারুল ইসলাম মোটরসাইকেল প্রতীককে ৬০ হাজার ৭১৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের সমর্থক আব্দুর রাজ্জাক আনারস প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৮৬৩ ভোট। এছাড়াও পীরগাছা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মাইক প্রতীকের শাহ শারেখ খন্দকার জয় এবং মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন প্রজাপতি প্রতীকের প্রার্থী ইশরাত জাহান। কাউনিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে মনজুদার রহমান মিলন (টিউবওয়েল) ও মোছা. রওশনারা বেগম (হাঁস) নির্বাচিত হয়েছেন।






















