১০:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আজ তাড়াশে প্রথম ইভিএমে ২য় ধাপে উপজেলা নির্বাচন 

Exif_JPEG_420

সিরাজগঞ্জের তাড়াশে প্রথম বার ইভিএমে উপজেলা পরিষদ নির্বাচন শুরু । আজ মঙ্গলবার (২১) মে  উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপ অনুষ্ঠিত হয়েছে। এ ধাপে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলাসহ সারাদেশে
১৬০টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে হচ্ছে । এজন্য সোমবার দুপুরে সহকারী রিটার্নিং অফিসার সুইচিং মং মারমা কর্তৃক ৭১টি কেন্দ্রে ভোট গ্রহণের জনবল ও সকল সঞ্জামাদি পৌঁছানো হয়েছে।

সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, তাড়াশ উপজেলায় চেয়ারম্যানপদে  বর্তমান চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনি। তার প্রতিক দোয়াত কলম । আর  উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক  সঞ্জীত কর্মকার  পেয়েছেন আনারস প্রতিক।

আর ভাইস চেয়ারম্যানপদে তিনজন প্রার্থী রয়েছেন। এদের একজন আব্দুল খালেক পিয়াস ।  তার তালা প্রতিক । আরেক প্রার্থী জর্জিয়াস মিলন রুবেল। তিনি চশমা প্রতিক নিয়ে এবং আনোয়ার হোসেন খান বৈদ্যুতিক বাল্ব প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে, নারী ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এদের মধ্যে বর্তমান নারী ভাইস চেয়ারম্যান প্রভাষক  মর্জিনা ইসলাম সিলিং ফ্যান প্রতিক ।  ফুটবল  প্রতিক নিয়ে মাহাফুজা আক্তার। এছাড়াও মোছাঃ মনোয়ারা খাতুন মিনি, কলস প্রতিক। আর নাজমা খাতুন হাঁস প্রতিক এবং শায়লা পারভিন প্রজাপতি প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সূত্র জানায়, এ উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৭১ টি, ভোট কক্ষ ৪৬৫  টি। আর মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৫৮ হাজার ৬২৬ জন। পুরো উপজেলার মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৭৯ হাজার ২৫৮ জন ও নারী ভোটার ৭৯ হাজার ৩৬৫ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন ।

২১ মে আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হবে। এবার ইভিএম এর মাধ্যমে সম্পূর্ণ হবে ভোট গ্রহন ।

জনপ্রিয় সংবাদ

আজ তাড়াশে প্রথম ইভিএমে ২য় ধাপে উপজেলা নির্বাচন 

আপডেট সময় : ০৩:৪০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪

সিরাজগঞ্জের তাড়াশে প্রথম বার ইভিএমে উপজেলা পরিষদ নির্বাচন শুরু । আজ মঙ্গলবার (২১) মে  উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপ অনুষ্ঠিত হয়েছে। এ ধাপে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলাসহ সারাদেশে
১৬০টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে হচ্ছে । এজন্য সোমবার দুপুরে সহকারী রিটার্নিং অফিসার সুইচিং মং মারমা কর্তৃক ৭১টি কেন্দ্রে ভোট গ্রহণের জনবল ও সকল সঞ্জামাদি পৌঁছানো হয়েছে।

সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, তাড়াশ উপজেলায় চেয়ারম্যানপদে  বর্তমান চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনি। তার প্রতিক দোয়াত কলম । আর  উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক  সঞ্জীত কর্মকার  পেয়েছেন আনারস প্রতিক।

আর ভাইস চেয়ারম্যানপদে তিনজন প্রার্থী রয়েছেন। এদের একজন আব্দুল খালেক পিয়াস ।  তার তালা প্রতিক । আরেক প্রার্থী জর্জিয়াস মিলন রুবেল। তিনি চশমা প্রতিক নিয়ে এবং আনোয়ার হোসেন খান বৈদ্যুতিক বাল্ব প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে, নারী ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এদের মধ্যে বর্তমান নারী ভাইস চেয়ারম্যান প্রভাষক  মর্জিনা ইসলাম সিলিং ফ্যান প্রতিক ।  ফুটবল  প্রতিক নিয়ে মাহাফুজা আক্তার। এছাড়াও মোছাঃ মনোয়ারা খাতুন মিনি, কলস প্রতিক। আর নাজমা খাতুন হাঁস প্রতিক এবং শায়লা পারভিন প্রজাপতি প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সূত্র জানায়, এ উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৭১ টি, ভোট কক্ষ ৪৬৫  টি। আর মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৫৮ হাজার ৬২৬ জন। পুরো উপজেলার মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৭৯ হাজার ২৫৮ জন ও নারী ভোটার ৭৯ হাজার ৩৬৫ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন ।

২১ মে আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হবে। এবার ইভিএম এর মাধ্যমে সম্পূর্ণ হবে ভোট গ্রহন ।