ময়মনসিংহের ত্রিশালে এবার শুরুর দিনেই শেষ হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের তিনদিন ব্যপী জন্মবার্ষিকীর অনুষ্ঠান। এর আগে কবির স্মৃতিধন্য বিদ্যাপীঠ সরকারি নজরুল একাডেমি প্রাঙ্গণে প্রতিবছরের ২৫ মে অনুষ্ঠান শুরু হলেও এবার তা শুরু হয়েছে আরও দুইদিন আগে ২৩ মে থেকে। আজ শনিবার ছিল উৎসবের শেষ দিন।
কবির ১২৫ তম জন্মবার্ষিকীর সমাপনী দিনে বিকাল চারটায় সৈয়দ নজরুল অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উৎসবের সমাপ্তি ঘোষণা করেন কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুস শহীদ।
জন্মজয়ন্তী উৎসবের সমাপনী দিনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন
ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল মালেক সরকার, ময়মনসিংহ-০৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য এ বি এম আনিছুজ্জামান, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন ও ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা।
অনুষ্ঠানে নজরুল স্মারক বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ ফরিদুল আলম।
আবু রাইহান
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
০১৭৪৪৯৪৩২০৭






















