নওগাঁর বদলগাছীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছেন। সোমবার (২৭ মে) বিকেল ৪ টায় বদলগাছী উপজেলার মিঠাপুর নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চন্দনা রানী (৫৫) নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নান্দাস গ্রামের বিজয় চন্দ্রের স্ত্রী।
স্থানীয়রা জানান, জয়পুরহাট জেলার আক্কেলপুর আত্মীয়ের বাসা থেকে মেয়ে জামাইয়ের সাথে মোটরসাইক যোগে বাড়ি ফেরার পথে গোবরচাঁপা – আক্কেলপুর সড়কের মিঠাপুর নতুন বাজার এলাকায় ধান বোঝাই ট্রাকের সাথে (ঢাকা মেট্রো-ট-১৬-৭০৭৮) মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যায়। উপস্থিত জনতা ট্রাকচালক এবং ট্রাক আটকে রেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ট্রাক চালককে আটক করে থানায় নিয়ে যায় ।






















