ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে।
বুধবার (২৯ মে) নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান। এসময় তিনি বলেন, আমরা ঘূর্ণিঝড়ের কারণে ১৮টি উপকূলীয় জেলা ও একটি পার্বত্য উপজেলার ভোট স্থগিত করেছিলাম। পরবর্তী সময়ে বিদ্যুৎ সমস্যার কারণে চাঁদপুরের দুইটি উপজেলার নির্বাচন স্থগিত করেছিলাম আজকের তফসিল অনুযায়ী চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জের ভোটও ৫ জুন হবে।
এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে পূর্ণরায় তারিখ নির্ধারণ করার পর বিভিন্ন প্রার্থীর সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন ভাবে ভোটের প্রত্যাশায় ভোটারদের মাঝে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।






















