০২:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁ জেলার সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হলেন নতুন মুখের রাহিদ সরদার।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে নওগাঁর রাণীনগর উপজেলায়। এই নির্বাচনে রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জেলার সর্বকনিষ্ঠ নতুন মুখের তরুন প্রার্থী উপজেলা আথলীগের সদস্য মো: রাহিদ সরদার।
এই বিজয়ের মধ্যদিয়ে রাহিদ সরদার সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি রাণীনগরের ইতিহাসের পাতায় নিজের নাম লিখাতে সক্ষম হলেন। বুধবার (২৯ মে) উপজেলার ৭০টি কেন্দ্রের ভোট গ্রহণ শেষে রাতে বেসরকারী ভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা উম্মে তাবাসসুম।
এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন মোট আটজন প্রার্থী। এদের মধ্যে তুমুল লড়াই হয় দুই নতুন মুখের তরুন প্রার্থী সাবেক এমপি ও উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান আলহাজ্ব মো: আনোয়ার হোসেন হেলালের ছেলে মো: রাহিদ সরদার এবং সাবেক এমপি মরহুম ইসরাফিল আলমের ভাতিজা ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মো: আসাদুজ্জামান আসাদের মধ্যে।
এই পদে শতকরা ভোট পড়েছে ৪১.৭০ভাগ। নির্বাচনে মো: রাহিদ সরদার কাপ-পিরিচ প্রতিকে ভোট পেয়েছেন ২৩৪৬৪ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরেক নতুন মুখের তরুন প্রার্থী মো: আসাদুজ্জামান আসাদ কৈ মাছ প্রতিকে ভোট পেয়েছেন ১৪৫৪৮ ভোট। আর আনারস প্রতিক নিয়ে ১০৩৭৫ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন মো: আনোয়ার হোসেন বিএ।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন মোট সাতজন প্রার্থী। এই পদে শতকরা ভোট পড়েছে ৪১.৭০ভাগ। এদের মধ্যে চশমা প্রতিকে ১৬৪১৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন প্রদ্যুত কুমার প্রামাণিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: জার্জিস হাসান মিঠু টিউবয়েল প্রতিকে ১২০৪৮ ভোট পেয়েছেন। আর উড়োজাহাজ প্রতিকে ১০৯২৫ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন মো: সাদেকুল ইসলাম।
অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন মোট পাঁচজন প্রার্থী। এই পদে শতকরা ভোট পড়েছে ৪১.৬৯ভাগ। পদ্ম ফুল প্রতিকে ৩২১৩৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন মোছা: রুমা বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোছা: মর্জিনা প্রজাপ্রতি প্রতিক নিয়ে ১৩০২০ ভোট পেয়েছেন। আর হাঁস প্রতিকে ৮১২৯ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন ফরিদা বেগম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা উম্মে তাবাসসুম বলেন সবার সার্বিক সহযোগিতায় কোন প্রকারের অভিযোগ ও সহিংসতা ছাড়াই উপজেলায় একটি অবাধ, সুন্দর, শান্তিপূর্ণ, সুষ্ঠ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষনা করা সম্ভব হয়েছে। এই জন্য প্রথমে উপজেলাবাসী, জেলা প্রশাসক স্যার, পুলিশ সুপার স্যার ও সকল প্রার্থীসহ নির্বাচনের সঙ্গে জড়িত সকলের প্রতি রইলো কৃতজ্ঞতা ও অশেষ ধন্যবাদ।
জনপ্রিয় সংবাদ

আপিল শুনানির অষ্টম দিনে ৪৫ আবেদন মঞ্জুর করল ইসি

নওগাঁ জেলার সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হলেন নতুন মুখের রাহিদ সরদার।

আপডেট সময় : ০৩:১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে নওগাঁর রাণীনগর উপজেলায়। এই নির্বাচনে রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জেলার সর্বকনিষ্ঠ নতুন মুখের তরুন প্রার্থী উপজেলা আথলীগের সদস্য মো: রাহিদ সরদার।
এই বিজয়ের মধ্যদিয়ে রাহিদ সরদার সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি রাণীনগরের ইতিহাসের পাতায় নিজের নাম লিখাতে সক্ষম হলেন। বুধবার (২৯ মে) উপজেলার ৭০টি কেন্দ্রের ভোট গ্রহণ শেষে রাতে বেসরকারী ভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা উম্মে তাবাসসুম।
এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন মোট আটজন প্রার্থী। এদের মধ্যে তুমুল লড়াই হয় দুই নতুন মুখের তরুন প্রার্থী সাবেক এমপি ও উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান আলহাজ্ব মো: আনোয়ার হোসেন হেলালের ছেলে মো: রাহিদ সরদার এবং সাবেক এমপি মরহুম ইসরাফিল আলমের ভাতিজা ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মো: আসাদুজ্জামান আসাদের মধ্যে।
এই পদে শতকরা ভোট পড়েছে ৪১.৭০ভাগ। নির্বাচনে মো: রাহিদ সরদার কাপ-পিরিচ প্রতিকে ভোট পেয়েছেন ২৩৪৬৪ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরেক নতুন মুখের তরুন প্রার্থী মো: আসাদুজ্জামান আসাদ কৈ মাছ প্রতিকে ভোট পেয়েছেন ১৪৫৪৮ ভোট। আর আনারস প্রতিক নিয়ে ১০৩৭৫ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন মো: আনোয়ার হোসেন বিএ।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন মোট সাতজন প্রার্থী। এই পদে শতকরা ভোট পড়েছে ৪১.৭০ভাগ। এদের মধ্যে চশমা প্রতিকে ১৬৪১৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন প্রদ্যুত কুমার প্রামাণিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: জার্জিস হাসান মিঠু টিউবয়েল প্রতিকে ১২০৪৮ ভোট পেয়েছেন। আর উড়োজাহাজ প্রতিকে ১০৯২৫ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন মো: সাদেকুল ইসলাম।
অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন মোট পাঁচজন প্রার্থী। এই পদে শতকরা ভোট পড়েছে ৪১.৬৯ভাগ। পদ্ম ফুল প্রতিকে ৩২১৩৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন মোছা: রুমা বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোছা: মর্জিনা প্রজাপ্রতি প্রতিক নিয়ে ১৩০২০ ভোট পেয়েছেন। আর হাঁস প্রতিকে ৮১২৯ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন ফরিদা বেগম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা উম্মে তাবাসসুম বলেন সবার সার্বিক সহযোগিতায় কোন প্রকারের অভিযোগ ও সহিংসতা ছাড়াই উপজেলায় একটি অবাধ, সুন্দর, শান্তিপূর্ণ, সুষ্ঠ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষনা করা সম্ভব হয়েছে। এই জন্য প্রথমে উপজেলাবাসী, জেলা প্রশাসক স্যার, পুলিশ সুপার স্যার ও সকল প্রার্থীসহ নির্বাচনের সঙ্গে জড়িত সকলের প্রতি রইলো কৃতজ্ঞতা ও অশেষ ধন্যবাদ।