১০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

র‍্যাব -১৫র অভিযান অস্ত্রসহ ১৭ ডাকাত আটক 

Oplus_0

কক্সবাজারের খুরুশকুলের কুলিয়া পাড়া ও ঈদগাহর ভাদিতলা থেকে পৃথক পৃথক অভিযান চালিয়ে ১৭ জন ডাকাতকে  আটক করেছে র‍্যাব।
গতরাত ২৯ মে  খুরুশকুলের কুলিয়া পাড়ায় ডাকাতি হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে কুলিয়া পাড়ায় অভিযানে যায় র‍্যাব। এ সময় উক্ত এলাকাস্থ কমার্স কলেজ সংলগ্ন খুরুশকুল মাঝের ঘাট রাস্তার ব্রীজের উপর ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতিরত কতিপয় ব্যক্তি র‌্যাবের আভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে অন্ধকারে পালানোর চেষ্টাকালে ডাকাত দলের ০৮ জন ডাকাত’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন আব্দুল্লাহ খান (২৫),  সৈয়দ হোছেন প্রকাশ সোনা মিয়া (২০), মোঃ আরিফ (২৪), সৈয়দুল করিম (২৫), আরাফাত উদ্দিন প্রকাশ সুজন (২১), খাইরুল বাশার প্রকাশ হাছান(২৬), মজিবুর রহমান(৩৩) ও মোঃ বাদল প্রকাশ বাহাদুর(২৮)।
গ্রেফতারকৃত ডাকত দলের কাছ থেকে ০১টি রামদা, ০৩টি ছুরি (০১টি বড়),  ০১টি লোহার তৈরী কুড়াল সদৃশ্য দেশীয় তৈরী অস্ত্র, ০১টি এসএস পাইপ, ০১টি কাঠের লাঠি, ০১টি টর্চ লাইট, ০৪টি এন্ড্রয়েট এবং ০৪টি বাটন মোবাইল উদ্ধার করা হয়।
একই রাতে  ঈদগাঁও ভাদিতলা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিরকালে ০৯ জন ডাকাত’কে দেশীয় অস্ত্রসহ আটক করে র‍্যাব। গ্রেফত্রকৃতরা হলো, আসিফুর রহমান আসিফ (২১), মোঃ আব্দুল জলিল প্রকাশ কায়সার (২২), আব্দুল্লাহ আল মুহিম (২০),মোঃ নাহিম (২১), সাজ্জাদ মিয়া (২১), মোঃ ইসমাইল উদ্দিন প্রকাশ গুরা মিয়া (২০), আব্দুল মালেক প্রকাশ মালেক (২৪)।
র‍্যাব ১৫ এর আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী এসব তথ্য গণমাধ্যম কর্মীদের  নিশ্চিত করেন।
জনপ্রিয় সংবাদ

ক্ষুধা পেলেই কেন রেগে যাই? ‘হ্যাংরি’ হওয়ার পেছনের বিজ্ঞান কি বলে?

র‍্যাব -১৫র অভিযান অস্ত্রসহ ১৭ ডাকাত আটক 

আপডেট সময় : ০৬:২৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
কক্সবাজারের খুরুশকুলের কুলিয়া পাড়া ও ঈদগাহর ভাদিতলা থেকে পৃথক পৃথক অভিযান চালিয়ে ১৭ জন ডাকাতকে  আটক করেছে র‍্যাব।
গতরাত ২৯ মে  খুরুশকুলের কুলিয়া পাড়ায় ডাকাতি হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে কুলিয়া পাড়ায় অভিযানে যায় র‍্যাব। এ সময় উক্ত এলাকাস্থ কমার্স কলেজ সংলগ্ন খুরুশকুল মাঝের ঘাট রাস্তার ব্রীজের উপর ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতিরত কতিপয় ব্যক্তি র‌্যাবের আভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে অন্ধকারে পালানোর চেষ্টাকালে ডাকাত দলের ০৮ জন ডাকাত’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন আব্দুল্লাহ খান (২৫),  সৈয়দ হোছেন প্রকাশ সোনা মিয়া (২০), মোঃ আরিফ (২৪), সৈয়দুল করিম (২৫), আরাফাত উদ্দিন প্রকাশ সুজন (২১), খাইরুল বাশার প্রকাশ হাছান(২৬), মজিবুর রহমান(৩৩) ও মোঃ বাদল প্রকাশ বাহাদুর(২৮)।
গ্রেফতারকৃত ডাকত দলের কাছ থেকে ০১টি রামদা, ০৩টি ছুরি (০১টি বড়),  ০১টি লোহার তৈরী কুড়াল সদৃশ্য দেশীয় তৈরী অস্ত্র, ০১টি এসএস পাইপ, ০১টি কাঠের লাঠি, ০১টি টর্চ লাইট, ০৪টি এন্ড্রয়েট এবং ০৪টি বাটন মোবাইল উদ্ধার করা হয়।
একই রাতে  ঈদগাঁও ভাদিতলা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিরকালে ০৯ জন ডাকাত’কে দেশীয় অস্ত্রসহ আটক করে র‍্যাব। গ্রেফত্রকৃতরা হলো, আসিফুর রহমান আসিফ (২১), মোঃ আব্দুল জলিল প্রকাশ কায়সার (২২), আব্দুল্লাহ আল মুহিম (২০),মোঃ নাহিম (২১), সাজ্জাদ মিয়া (২১), মোঃ ইসমাইল উদ্দিন প্রকাশ গুরা মিয়া (২০), আব্দুল মালেক প্রকাশ মালেক (২৪)।
র‍্যাব ১৫ এর আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী এসব তথ্য গণমাধ্যম কর্মীদের  নিশ্চিত করেন।