কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে উখিয়া ফায়ার সার্ভিস ও রোহিঙ্গা ক্যাম্পের ভলেন্টিয়াররা।
বিষয়টি নিশ্চিত করেন, উখিয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক কামাল হোসেন।
১জুন, শনিবার, দুপুর ১টার দিকে ১৩নং ক্যাম্পের কাঁঠাল গাছতলা বাজারে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।
উখিয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক কামাল হোসেন জানান, উখিয়া ১৩নং ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের টিম কাজ করছে। তাদের সাথে রোহিঙ্গা ক্যাম্পের ভলান্টিয়াররা ও আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্যাম্প ১৩ ও ১৯ এর মধ্যবর্তী অংশে লাগা আগুণে নিয়ন্ত্রণে চলে এসেছে।
গত ২৪ মে, এই স্থানে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়রা বলছেন এটি কিসের আলামত। রোহিঙ্গা ক্যাম্পে এক এক সময় এক এক রকম ঘটনা ঘটেই যাচ্ছে। আমরা জীবনের নিরাপত্তা নিয়ে ভয়ের সম্মুখীন হয়ে থাকি।






















