চট্টগ্রামে ৫০ লিটার মদসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম শিবু বিশ্বাস (৪৫)। সে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের মাইগাতা গ্রামের মৃত সাধন বিশ্বাসের পুত্র। শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে দক্ষিন জেলা আওয়ামী লীগের অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রামের কোতোয়ালী থানার ওসি এস এম ওবায়েদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর লালদিঘী পাড় সংলগ্ন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ অফিসের প্রবেশ মুখ থেকে ৫০ লিটার মদসহ একজনকে গ্রেফতার করা হয়। মূলত এসব মদ পাহাড়ি এলাকায় তৈরি করা হয়। গ্রেফতার ব্যক্তি এ মদ নগরীর বিভিন্ন স্থানে বিক্রি করার জন্য এনে ছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
শিরোনাম
চট্টগ্রামে ৫০ লিটার মদসহ যুবক গ্রেফতার
-
চট্টগ্রাম প্রতিনিধি - আপডেট সময় : ০৭:০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
- ।
- 94
জনপ্রিয় সংবাদ






















