০৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অকালেই দুনিয়া ছেড়ে চলে গেল হাসিখুশি মাহফুজ

Exif_JPEG_420

নাম মাহফুজ।বয়স আঠারো। দশম শ্রেণির ছাত্র। তার পরিবারের অনেক স্বপ্ন ছিল সে অনেক বড় হয়ে বাবা-মা’র স্বপ্ন পূরণ করবে।কিন্তু বিধির কি লিখন, টিবি রোগে আক্রান্ত হয়ে সে সবাইকে ফাঁকি দিয়ে পাড়ি জমালো পরপারে।
তার পুরো নাম রায়হান শেখ মাহফুজ।পড়তো করিমগঞ্জ উপজেলার উরদিঘী উচ্চ বিদ্যালয়ে। তার বাবা উরদিঘী গ্রামের ব্যবসায়ী মন্জু শেখ ছেলেকে অকালে হারিয়ে বাকরুদ্ধ। মাহফুজ ছোটবেলা থেকেই ছিল দুরন্ত।  ছিল হাসিখুসি মিশুক এক বালক। তাই তাকে হারিয়ে তার সহপাঠি, এলাকাবাসীর মাঝে নেমে এসেছে শোকের কালো ছায়া।
মাহফুজ দীর্ঘদিন ধরে টিবি রোগে ভুগছিলো। চিকিৎসাও চলছিলো। শনিবার, (১ জুন) রাত সাড়ে আটটার দিকে মাহফুজ মৃত্যুর কোলে ঢলে পড়ে।
রবিবার (২ জুন) সকাল ৯ টায় করিমগঞ্জ উপজেলায় মাহফুজের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান উরদিঘী উচ্চ বিদ্যালয় মাঠে মাহফুজের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে উরদিঘী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।তার সহপাঠি, শিক্ষকগণ বলছেন মাহফুজ চলে গেলেও তাকে তারা কখনোই ভুলবেন না।
জনপ্রিয় সংবাদ

আপিল শুনানির অষ্টম দিনে ৪৫ আবেদন মঞ্জুর করল ইসি

অকালেই দুনিয়া ছেড়ে চলে গেল হাসিখুশি মাহফুজ

আপডেট সময় : ০৭:৫৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
নাম মাহফুজ।বয়স আঠারো। দশম শ্রেণির ছাত্র। তার পরিবারের অনেক স্বপ্ন ছিল সে অনেক বড় হয়ে বাবা-মা’র স্বপ্ন পূরণ করবে।কিন্তু বিধির কি লিখন, টিবি রোগে আক্রান্ত হয়ে সে সবাইকে ফাঁকি দিয়ে পাড়ি জমালো পরপারে।
তার পুরো নাম রায়হান শেখ মাহফুজ।পড়তো করিমগঞ্জ উপজেলার উরদিঘী উচ্চ বিদ্যালয়ে। তার বাবা উরদিঘী গ্রামের ব্যবসায়ী মন্জু শেখ ছেলেকে অকালে হারিয়ে বাকরুদ্ধ। মাহফুজ ছোটবেলা থেকেই ছিল দুরন্ত।  ছিল হাসিখুসি মিশুক এক বালক। তাই তাকে হারিয়ে তার সহপাঠি, এলাকাবাসীর মাঝে নেমে এসেছে শোকের কালো ছায়া।
মাহফুজ দীর্ঘদিন ধরে টিবি রোগে ভুগছিলো। চিকিৎসাও চলছিলো। শনিবার, (১ জুন) রাত সাড়ে আটটার দিকে মাহফুজ মৃত্যুর কোলে ঢলে পড়ে।
রবিবার (২ জুন) সকাল ৯ টায় করিমগঞ্জ উপজেলায় মাহফুজের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান উরদিঘী উচ্চ বিদ্যালয় মাঠে মাহফুজের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে উরদিঘী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।তার সহপাঠি, শিক্ষকগণ বলছেন মাহফুজ চলে গেলেও তাকে তারা কখনোই ভুলবেন না।