০১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে পুকুর থেকে মাদ্রাসার ছাত্রের লাশ উদ্ধার 

ফেনী শহরের শান্তি কোম্পানী জামে মসজিদের পুকুরে আবু সাঈদ নামে এক কিশোর গতকাল সোমবার দুপুরে নিখোঁজ হয়। সন্ধ্যায় পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। সাঈদ তৎসংলগ্ন আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার ৭ম শ্রেণির ছাত্র ও সদও উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের কাশিমপুর এলাকায় ভূঞা বাড়ির মোজাম্মেল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল দুপুরে সহপাঠিদের সাথে পুকুরে সাঁতার কাটছিল সাঈদ। সবার অগোচরে ডুবে গেলেও অন্যরা টের পায়নি। তাকে খোঁজাখুজি করে না পেয়ে সহপাঠিরা চলে যায়। সন্ধ্যার পর পাশ^বর্তী গ্যারেজে তার ব্যাগ ও জুতা দেখে সন্দেহ হলে সিসি ক্যামেরা পর্যবেক্ষন করে। একপর্যায়ে পানিতে নামার দৃশ্য দেখে আশপাশের লোকজন পুকুরে খুঁজতে থাকে। সোয়া ৭টার দিকে তার লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে স্বজনরা এসে লাশ সনাক্ত করে শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার বাসায় নিয়ে যায়। এসময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। আশপাশের শিক্ষক, সহপাঠি ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় কাশিমপুর এলাকায় সাঈদের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রশিদ মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জনপ্রিয় সংবাদ

আপিল শুনানির অষ্টম দিনে ৪৫ আবেদন মঞ্জুর করল ইসি

ফেনীতে পুকুর থেকে মাদ্রাসার ছাত্রের লাশ উদ্ধার 

আপডেট সময় : ০২:৪৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
ফেনী শহরের শান্তি কোম্পানী জামে মসজিদের পুকুরে আবু সাঈদ নামে এক কিশোর গতকাল সোমবার দুপুরে নিখোঁজ হয়। সন্ধ্যায় পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। সাঈদ তৎসংলগ্ন আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার ৭ম শ্রেণির ছাত্র ও সদও উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের কাশিমপুর এলাকায় ভূঞা বাড়ির মোজাম্মেল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল দুপুরে সহপাঠিদের সাথে পুকুরে সাঁতার কাটছিল সাঈদ। সবার অগোচরে ডুবে গেলেও অন্যরা টের পায়নি। তাকে খোঁজাখুজি করে না পেয়ে সহপাঠিরা চলে যায়। সন্ধ্যার পর পাশ^বর্তী গ্যারেজে তার ব্যাগ ও জুতা দেখে সন্দেহ হলে সিসি ক্যামেরা পর্যবেক্ষন করে। একপর্যায়ে পানিতে নামার দৃশ্য দেখে আশপাশের লোকজন পুকুরে খুঁজতে থাকে। সোয়া ৭টার দিকে তার লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে স্বজনরা এসে লাশ সনাক্ত করে শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার বাসায় নিয়ে যায়। এসময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। আশপাশের শিক্ষক, সহপাঠি ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় কাশিমপুর এলাকায় সাঈদের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রশিদ মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।