কক্সবাজারের ঈদগাঁও উপজেলা গরু বাজারে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)।
৫ জুন, বুধবার বিকেলে ঈদগাঁও গরু বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, তাদের কাছে গোপন সংবাদ আসে, একটি বড় ইয়বার চালান চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে ঈদগাঁও গরু বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন চট্টগ্রামের কাঁকড়াছড়ি উপজেলার বাসিন্দা ও উখিয়া কোর্ট বাজার রোহিঙ্গা ক্যাম্পের কর্মরত এপিবিএন পুলিশ সদস্য মো: তৈয়াবুল ইসলাম, মতিউর রহমানের ছেলে মো. শফিক এবং আব্দুল হাকিমের ছেলে নুরুছালাম।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সাব-ইন্সপেক্টর (এসআই) সিরাজুল মোস্তফা মকুল।
এর আগেও ২০২৩ সালের ২০ মে শহরের কলাতলী থেকে ২০ হাজার ইয়াবাসহ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কর্মকর্তা ও তার স্ত্রীকে আটক করেছিলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।






















