নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশের এস আই আহসান হাবিবের সঙ্গীয় ফোস অভিযান চালিয়ে, নাসিম ৩৭) নামে এক যুবককে ২৪৫ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছে ।
বৃহস্পতিবার (৬ মে) দিবাগত রাতে সারে নয়টার দিকে নতুনবাবুপাড়া এলাকার মৃত্যু শামসুদ্দিন এর ছেলে মোঃ নাসিম কে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে সৈয়দপুর থানার পুলিশ।
এস আই আহসান হাবিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাতে অভিযান চালিয়ে ২৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নাসিম কে গ্রেফতার করা হয়, এর আগেও আসামির বিরুদ্ধে ছয়টি মামলা আছে,
এ ঘটনায় নাসিমের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে-৩৬-(১) ১০ (ক) ধারায়, সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
(ওসি) শাহা আলম জানান মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান পরিচালনা অব্যহত থাকবে,






















