খাগড়াছড়িতে নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ব্যতিক্রমী কর্মশালা হয়েছে। আজ শনিবার সকালে খাগড়াছড়ি পৌর টাউন হলে জেলা পুলিশ আয়োজনে স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।
কর্মশালায় বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ব্যবিদ্যালয় প্রফেসর ড. মো. ইলিয়াস হোসেন, নারীর স্বাস্থ্য ও পুষ্টি মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান পুষ্টিবিদ ও বিভাগীয় প্রধান বারডেম হাসপাতাল শামসুন নাহার নাহিদ।
এ কর্মশালায় ২শত ৫০ জন নারী পুলিশ সদস্য অংশ গ্রহন করেছে। এসময় পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






















