ভোলার বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র ১৩০ জন ছাত্রীর মাঝে পোশাক (স্কুল ড্রেস) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বিদ্যালয় ক্যাম্পাসে বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের ব্যক্তিগত তহবিল থেকে শিক্ষার্থীদের হাতে এই পোশাক তুলে দেন।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাস দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন,পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম,স্কুলের সাবেক প্রধান শিক্ষক আ.ন.ম আবদুল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল করিম,স্কুলের সিনিয়র শিক্ষক তাহমিনা বেগম প্রমুখ। ওই সময় প্যানেল মেয়র মোঃ হারুন-অর-রশিদ, স্কুল পরিচালনা কমিটির সদস্য মোঃ জুয়েল হাওলাদার সহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকগণ উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাস দাস জানান, একযুগ ধরে পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম দরিদ্র ছাত্রীদের মধ্যে স্কুল ড্রেস দিয়ে আসছেন।






















