পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে টিকেট কালোবাজারিদের বিরুদ্ধে র্যাবের বিশেষ অভিযানে ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ এলাকা হতে টিকেট কালোবাজারি চক্রের দুই সদস্য রায়হান ও আনিছুরকে গ্রেফতার করেছে র্যাব-১৩ । গতকাল শুক্রবার দুপুর ১২ টায় র্যাব-১৩ রংপুর সদর দপ্তরে সংবাদ সম্মেলন করেন কো¤পানী কমান্ডার সিপিসি-২, নীলফামারী মো. মেহেদী হাসান। এ সময় র্যাব কমান্ডার বলেন, ঈদ-ঊল-ফিতর এবং ঈদ-উল-আযহায় সাধারণ জনগণ ছুটি কাটাতে তাদের পরিবারের কাছে যায়। অনেকে ট্রেনে যাতায়াতের মাধ্যমে স্বাচ্ছন্দবোধ করে। কিন্তু টিকেট বিক্রি শুরু হওয়ার সাথে সাথেই টিকেট কালোবাজারি চক্রের কারণে অনলাইনে আসার সাথে সাথে বুক হয়ে যায় এবং পরবর্তীতে তারা এই টিকেট কালোবাজারি করে অনেক বেশি দামে বিক্রি করে। তারা এক ধরনের সিন্ডিকেট এবং তারা মোবাইলে বিভিন্ন অ্যান্স (ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ) এর মাধ্যমে গ্রুপ পরিচালনা করে থাকে। তাদের পরিচালিত গ্রুপে টিকেটের যাবতীয় তথ্য যেমন, কার কাছে কতটি টিকেট রয়েছে, টিকেটের দাম কত, কোন ট্রেনে কয়টি টিকেট আছে, কে কয়টা টিকেট বিক্রয় করবে বিস্তারিত তথ্য গ্রুপে শেয়ার করে থাকে। মেহেদি হাসান বলেন, এরই প্রেক্ষিতে গত বৃহ¯পতিবার ঢাকার র্যাব-০৩ ব্যাটালিয়ন টিকেট কালোবাজারি চক্রের উপর এক বিশেষ অভিযান পরিচালনা করছে। তাদের দেওয়া তথ্য মতে আমরা জানতে পারি যে, ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ বাজার এলাকায় টিকেট কালোবাজারি চক্রের সদস্যরা অবস্থান করছে। পরবর্তীতে র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যা¤েপর একটি আভিযানিক দল ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউয়িনের ৩নং ওয়ার্ডের শিবগঞ্জ রাজারের পীরগঞ্জ- ঠাকুরগাঁও পাঁকা রাস্তার পশ্চিম পার্শ্বে মো. রায়হান বাড়ীতে সারোয়ার হোমিও হল (রায়হান ক¤িপউটার্স) বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে অভিযান পরিচালনা করে টিকেট কালোবাজারি চক্রের ২ জন সদস্য মো. রায়হান ও মো.আনিছুর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত ২টি মনিটর, ১টি প্রিন্টার, ১টি সিপিইউ, ৩টি এ্যান্ড্রোয়েড মোবাইল ও ১৪৫টি ট্রেনের টিকেট উদ্ধার করা হয়।






















