১০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জের দড়িপাড়ায় শিক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরন

গাজীপুর কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দড়িপাড়া ডন্ বস্কো ক্লাবের গৌরবময়  ৪২ বছর ২৫ তম শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে দড়িপাড়া সেন্ট ফ্রান্সিস জেবিয়ার প্রাথমিক বিদ‍্যালয় মাঠে।
বুধবার (১৯ জুন ) রাতে দড়িপাড়া ডন্ বস্কো ক্লাবের সভাপতি রক্সি এফ রোজারিও’র সভাপতিত্বে, তমাল আগষ্টিন কস্তার সঞ্চালনায়  শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী  অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন দি মেট্রোপলিটন খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ চেয়ারম্যান ও কালব চেয়ারম্যান  মিঃ আগষ্টিন পিউরীফিকেশন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দড়িপাড়া পাল পুরোহিত ফাদার কাজল পিউরিফিকেশন,দি খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং লিঃ সেক্রেটারি মিঃ ইমানুয়েল বাপ্পী মন্ডল,দি খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউঃ লিঃ ঢাকা  সেক্রেটারি মিঃ মাইকেল জন গমেজ,দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউঃ চেয়ারম্যান ডেনিস আলেকজান্ডার কস্তা, আওয়ামী লীগ নেতা পঙ্কস লরেন্স কস্তা,তুমলিয়া খ্রিষ্টান কো-অপারেটিভ চেয়ারম্যান মিঃ অজি পিটার মন্ডল সহ দড়িপাড়া  ধর্মপল্লীর খ্রীষ্টভক্ত ও বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষার্থী।  শিক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মিঃ আগষ্টিন পিউরিফিকেশনস।
জনপ্রিয় সংবাদ

আপিল শুনানির অষ্টম দিনে ৪৫ আবেদন মঞ্জুর করল ইসি

কালীগঞ্জের দড়িপাড়ায় শিক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরন

আপডেট সময় : ০৬:০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
গাজীপুর কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দড়িপাড়া ডন্ বস্কো ক্লাবের গৌরবময়  ৪২ বছর ২৫ তম শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে দড়িপাড়া সেন্ট ফ্রান্সিস জেবিয়ার প্রাথমিক বিদ‍্যালয় মাঠে।
বুধবার (১৯ জুন ) রাতে দড়িপাড়া ডন্ বস্কো ক্লাবের সভাপতি রক্সি এফ রোজারিও’র সভাপতিত্বে, তমাল আগষ্টিন কস্তার সঞ্চালনায়  শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী  অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন দি মেট্রোপলিটন খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ চেয়ারম্যান ও কালব চেয়ারম্যান  মিঃ আগষ্টিন পিউরীফিকেশন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দড়িপাড়া পাল পুরোহিত ফাদার কাজল পিউরিফিকেশন,দি খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং লিঃ সেক্রেটারি মিঃ ইমানুয়েল বাপ্পী মন্ডল,দি খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউঃ লিঃ ঢাকা  সেক্রেটারি মিঃ মাইকেল জন গমেজ,দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউঃ চেয়ারম্যান ডেনিস আলেকজান্ডার কস্তা, আওয়ামী লীগ নেতা পঙ্কস লরেন্স কস্তা,তুমলিয়া খ্রিষ্টান কো-অপারেটিভ চেয়ারম্যান মিঃ অজি পিটার মন্ডল সহ দড়িপাড়া  ধর্মপল্লীর খ্রীষ্টভক্ত ও বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষার্থী।  শিক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মিঃ আগষ্টিন পিউরিফিকেশনস।