১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএলের ‘বিরল’ দুই রেকর্ডের শীর্ষে সুনীল নারিন

দিন যায়, দিন আসে। থেকে যান আন্দ্রে রাসেল আর সুনীল নারিন। কলকাতা নাইট রাইডার্স বরাবরই নিজেদের পুরাতন খেলোয়াড়দের সম্মান দেয়ার পক্ষে। সেই জায়গা থেকেই হয়ত এখন পর্যন্ত তাদের ভরসার জায়গায় থেকে যান নারিন-রাসেলরা। ক্যারিবিয়ান দুই তারকাও নিজেদের উজাড় করে দিয়েছেন কলকাতার জন্য। চলতি আসরে আন্দ্রে রাসেলকে এখন পর্যন্ত সেভাবে দেখা না গেলেও, সুনীল নারিন ঠিকই নিজের বিধ্বংসী রূপ সামনে নিয়ে এসেছেন। 

চেন্নাইকে তাদের মাঠে বিগত ১৭ বছর মোটে ৩ বারই হারাতে পেরেছিল কলকাতা নাইট রাইডার্স। গতকাল রাতে হলো চতুর্থবার। বল হাতে ৩ উইকেট আর ব্যাটিংয়ে নেমে ৪৪ রান। চেন্নাইকে টানা ৫ম হার এনে দেয়ার মূল কারিগর তো ওই নারিনই। মূল কাজের কাজ অবশ্য করেছেন নিজের ৪ ওভারের বোলিং স্পেলে।

চার ওভারে খরচ করেছেন মোটে ১৩ রান। পেয়েছেন রাহুল ত্রিপাঠী, রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনির মহাগুরুত্বপূর্ণ উইকেট। হজম করেননি কোনো বাউন্ডারি। আর এমন এক স্পেলই নারিনকে আইপিএলের বিরল দুই কীর্তির শীর্ষে বসিয়েছে।

আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশিবার বাউন্ডারি হজম না করে পূর্ণ কোটা বোলিং করেছেন সুনীল নারিন। সবমিলিয়ে মোট ১৬ ম্যাচে কোনো বাউন্ডারি হজম না করে স্পেল শেষ করেছেন এই ক্যারিবিয়ান স্পিনার। পেছনে ফেলেছেন ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে। ১৫ ম্যাচে তিনি স্পেল শেষ করেছেন বাউন্ডারি হজম না করেই।

জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

আইপিএলের ‘বিরল’ দুই রেকর্ডের শীর্ষে সুনীল নারিন

আপডেট সময় : ০২:৫৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

দিন যায়, দিন আসে। থেকে যান আন্দ্রে রাসেল আর সুনীল নারিন। কলকাতা নাইট রাইডার্স বরাবরই নিজেদের পুরাতন খেলোয়াড়দের সম্মান দেয়ার পক্ষে। সেই জায়গা থেকেই হয়ত এখন পর্যন্ত তাদের ভরসার জায়গায় থেকে যান নারিন-রাসেলরা। ক্যারিবিয়ান দুই তারকাও নিজেদের উজাড় করে দিয়েছেন কলকাতার জন্য। চলতি আসরে আন্দ্রে রাসেলকে এখন পর্যন্ত সেভাবে দেখা না গেলেও, সুনীল নারিন ঠিকই নিজের বিধ্বংসী রূপ সামনে নিয়ে এসেছেন। 

চেন্নাইকে তাদের মাঠে বিগত ১৭ বছর মোটে ৩ বারই হারাতে পেরেছিল কলকাতা নাইট রাইডার্স। গতকাল রাতে হলো চতুর্থবার। বল হাতে ৩ উইকেট আর ব্যাটিংয়ে নেমে ৪৪ রান। চেন্নাইকে টানা ৫ম হার এনে দেয়ার মূল কারিগর তো ওই নারিনই। মূল কাজের কাজ অবশ্য করেছেন নিজের ৪ ওভারের বোলিং স্পেলে।

চার ওভারে খরচ করেছেন মোটে ১৩ রান। পেয়েছেন রাহুল ত্রিপাঠী, রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনির মহাগুরুত্বপূর্ণ উইকেট। হজম করেননি কোনো বাউন্ডারি। আর এমন এক স্পেলই নারিনকে আইপিএলের বিরল দুই কীর্তির শীর্ষে বসিয়েছে।

আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশিবার বাউন্ডারি হজম না করে পূর্ণ কোটা বোলিং করেছেন সুনীল নারিন। সবমিলিয়ে মোট ১৬ ম্যাচে কোনো বাউন্ডারি হজম না করে স্পেল শেষ করেছেন এই ক্যারিবিয়ান স্পিনার। পেছনে ফেলেছেন ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে। ১৫ ম্যাচে তিনি স্পেল শেষ করেছেন বাউন্ডারি হজম না করেই।