০৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চৌংড়াছড়িতে নারী বলি খেলায় লাকী মারমাকে হারিয়ে চ্যাম্পিয়ন ক্রাঞো মারমা

মহালছড়ির চৌংড়াছড়িতে প্রথবারের মতো নারী বলি খেলা অনুষ্ঠিত হয়েছে। এ বলি খেলায় লাকী মারমাকে হারিয়ে বিজয় হয়েছেন ক্রাঞো মারমা।
শুক্রবার বিকেলে সুইচিংমং মারমা(কার্বারী) ও মাচিং মারমা পরিবারবর্গ আয়োজনে মারমাদের মাহাঃ সাংগ্রাই উপলক্ষ্যে নিজ পরিবারের অর্থায়নে গ্রামবাসী সহযোগিতায় চৌংড়াছড়ি হেডম্যান পাড়া মাঠ প্রাঙ্গনে বলি খেলা অনুষ্ঠিত হয়।
খেলার মাঠ যেন মূহুর্তে উৎসবমূখর আনন্দ উল্লাসে মেটে উঠে। খেলার মাঠে কানায় কানায় উপচে পড়ার মতো শতশত দর্শক।
এ বলি খেলায় স্থানীয় গ্রামবাসী ৮ জন মহিলা বলি অংশ নেন। বিজিতদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। এসময় সুইচিংমং মারমা(কার্বারী), মাচিং মারমা, সাবেক মেম্বার রাজ চন্দ্র, শাপলা মারমাসহ এলাকার গণ্যমান্যরা ব্যক্তিবৃন্দরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

চৌংড়াছড়িতে নারী বলি খেলায় লাকী মারমাকে হারিয়ে চ্যাম্পিয়ন ক্রাঞো মারমা

আপডেট সময় : ১০:১৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

মহালছড়ির চৌংড়াছড়িতে প্রথবারের মতো নারী বলি খেলা অনুষ্ঠিত হয়েছে। এ বলি খেলায় লাকী মারমাকে হারিয়ে বিজয় হয়েছেন ক্রাঞো মারমা।
শুক্রবার বিকেলে সুইচিংমং মারমা(কার্বারী) ও মাচিং মারমা পরিবারবর্গ আয়োজনে মারমাদের মাহাঃ সাংগ্রাই উপলক্ষ্যে নিজ পরিবারের অর্থায়নে গ্রামবাসী সহযোগিতায় চৌংড়াছড়ি হেডম্যান পাড়া মাঠ প্রাঙ্গনে বলি খেলা অনুষ্ঠিত হয়।
খেলার মাঠ যেন মূহুর্তে উৎসবমূখর আনন্দ উল্লাসে মেটে উঠে। খেলার মাঠে কানায় কানায় উপচে পড়ার মতো শতশত দর্শক।
এ বলি খেলায় স্থানীয় গ্রামবাসী ৮ জন মহিলা বলি অংশ নেন। বিজিতদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। এসময় সুইচিংমং মারমা(কার্বারী), মাচিং মারমা, সাবেক মেম্বার রাজ চন্দ্র, শাপলা মারমাসহ এলাকার গণ্যমান্যরা ব্যক্তিবৃন্দরা উপস্থিত ছিলেন।