০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে ফিশিং ভ্যাসেলের জালে ধরা ১৫২ কেজির ভোল পোয়া, ১৩০০ টাকা কেজি দরে বিক্রি

 

 

পাঁচ ফুট লম্বা দৈত্যাকার মাছটি ফিশিল ভ্যাসেল থেকে দেড় লাখ টাকায় কিনে শনিবার (২৬ এপ্রিল) দুপুরে সদরঘাট বাজারে আনার পর হৈচৈ পড়ে যায়। চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া একটি ফিশিং ভ্যাসেলের জালে ধরা পড়েছে ১৫২ কেজি ওজনের বিরল জাতের ভোল পোয়া মাছ। পাঁচ ফুট লম্বা দৈত্যাকার মাছটি ফিশিল ভ্যাসেল থেকে দেড় লাখ টাকায় কিনে দুপুরে সদরঘাট বাজারে আনার পর হৈচৈ পড়ে যায়। মাছটিকে এক নজর দেখতে ভীড় করতে থাকেন উৎসুক জনতা।মাছটি কিনে আনা মাছ ব্যবসায়ী মোহাম্মদ রুবেল বলেন, “একটি ফিশিং ভ্যাসেলের জালে গত পরশু মাছটি ধরা পড়ে। আজ সকালে ওই জাহাজেই মাছটি বিক্রির জন্য নিলাম ডাকা হয়। সর্বোচ্চ দাম দিয়ে মাছটি আমরা কিনে নিই।”রুবেল বলেন, “এত বড় ভোল মাছ সচরাচর পাওয়া যায় না। গত বছর কক্সবাজারের টেকনাফে একটা ও কুয়াকাটায় একটা পওয়া গিয়েছিল। গভীর সমুদ্রের এই মাছ খেতে অনেক সুস্বাদু।”তিনি বলেন, “মাছটি কেটে প্রতিকেজি ১,৩০০ টাকায় বিক্রি করছি। বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৬০ কেজির মত বিক্রি হয়েছে।”

 

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জ-২ আসনে আলোচনার কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া লুটুল

চট্টগ্রামে ফিশিং ভ্যাসেলের জালে ধরা ১৫২ কেজির ভোল পোয়া, ১৩০০ টাকা কেজি দরে বিক্রি

আপডেট সময় : ০৭:০২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

 

 

পাঁচ ফুট লম্বা দৈত্যাকার মাছটি ফিশিল ভ্যাসেল থেকে দেড় লাখ টাকায় কিনে শনিবার (২৬ এপ্রিল) দুপুরে সদরঘাট বাজারে আনার পর হৈচৈ পড়ে যায়। চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া একটি ফিশিং ভ্যাসেলের জালে ধরা পড়েছে ১৫২ কেজি ওজনের বিরল জাতের ভোল পোয়া মাছ। পাঁচ ফুট লম্বা দৈত্যাকার মাছটি ফিশিল ভ্যাসেল থেকে দেড় লাখ টাকায় কিনে দুপুরে সদরঘাট বাজারে আনার পর হৈচৈ পড়ে যায়। মাছটিকে এক নজর দেখতে ভীড় করতে থাকেন উৎসুক জনতা।মাছটি কিনে আনা মাছ ব্যবসায়ী মোহাম্মদ রুবেল বলেন, “একটি ফিশিং ভ্যাসেলের জালে গত পরশু মাছটি ধরা পড়ে। আজ সকালে ওই জাহাজেই মাছটি বিক্রির জন্য নিলাম ডাকা হয়। সর্বোচ্চ দাম দিয়ে মাছটি আমরা কিনে নিই।”রুবেল বলেন, “এত বড় ভোল মাছ সচরাচর পাওয়া যায় না। গত বছর কক্সবাজারের টেকনাফে একটা ও কুয়াকাটায় একটা পওয়া গিয়েছিল। গভীর সমুদ্রের এই মাছ খেতে অনেক সুস্বাদু।”তিনি বলেন, “মাছটি কেটে প্রতিকেজি ১,৩০০ টাকায় বিক্রি করছি। বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৬০ কেজির মত বিক্রি হয়েছে।”