০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
জাতীয় ভলিবল প্রতিযোগিতা

চ্যাম্পিয়ন নৌবাহিনী-পুলিশ

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘জাতীয় ভলিবল প্রতিযোগিতা’ সোমবার শেষ হয়েছে। পল্টেেনর শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পুরুষ বিভাগে বাংলাদেশ নৌবাহিনী ২৩-২৫, ২৫-১৯, ২৫-২০, ২৫-১৭ পয়েন্টে বিদ্যূৎ উন্নয়ন বোর্ডকে এবং নারী বিভাগে বাংলাদেশ পুলিশ ২৯-২৭, ২৫-১৭, ২৫-১৭ পয়েন্টে বাংলাদেশ আনসার ও ভিডিপিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এছাড়া পুরুষ বিভাগে বাংলাদেশ বিমান বাহিনী কুষ্টিয়া জেলাকে এবং নারী বিভাগে রাজশাহী জেলা সাতক্ষীরা জেলা’ক হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে।

পুরুষ বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে যারা পুরস্বার পান, তারা হলেন- বেস্ট সেটার : তানভীর হোসেন তন্ময় (পিডিবি), বেস্ট লিবারু : শাওন আলী (নৌবাহিনী), বেস্ট মিডল ব্লকার : রিদওয়ানুর রহমান (পিডিবি), বেস্ট রিসিভার : ইমরান (নৌবাহিনী), বেস্ট অপোজিট : সজীব (নৌবাহিনী)।
নারী বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে যারা পুরস্বার পান, তারা হলেন-বেস্ট এ্যাটাকার : সাবিনা (পুলিশ), বেস্ট সেটার : শম্পা (আনসার), বেস্ট ব্লকার : লাবণী (পুলিশ), বেস্ট অপোজিট : আশা (রাজশাহী জেলা)।

প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলগুলোকে পুরস্কৃত করেন বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এ্যান্ড টেকনোলজি র বোর্ড অফ ট্রাস্টি চেয়ারম্যান এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান। বিশেষ অতিথি ছিলেন শামীমা পারভীন, (এআইজি, এডুকশেন, স্পোর্টস অ্যান্ড কালচার)।

 

জনপ্রিয় সংবাদ

জাতীয় ভলিবল প্রতিযোগিতা

চ্যাম্পিয়ন নৌবাহিনী-পুলিশ

আপডেট সময় : ০১:৫২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘জাতীয় ভলিবল প্রতিযোগিতা’ সোমবার শেষ হয়েছে। পল্টেেনর শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পুরুষ বিভাগে বাংলাদেশ নৌবাহিনী ২৩-২৫, ২৫-১৯, ২৫-২০, ২৫-১৭ পয়েন্টে বিদ্যূৎ উন্নয়ন বোর্ডকে এবং নারী বিভাগে বাংলাদেশ পুলিশ ২৯-২৭, ২৫-১৭, ২৫-১৭ পয়েন্টে বাংলাদেশ আনসার ও ভিডিপিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এছাড়া পুরুষ বিভাগে বাংলাদেশ বিমান বাহিনী কুষ্টিয়া জেলাকে এবং নারী বিভাগে রাজশাহী জেলা সাতক্ষীরা জেলা’ক হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে।

পুরুষ বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে যারা পুরস্বার পান, তারা হলেন- বেস্ট সেটার : তানভীর হোসেন তন্ময় (পিডিবি), বেস্ট লিবারু : শাওন আলী (নৌবাহিনী), বেস্ট মিডল ব্লকার : রিদওয়ানুর রহমান (পিডিবি), বেস্ট রিসিভার : ইমরান (নৌবাহিনী), বেস্ট অপোজিট : সজীব (নৌবাহিনী)।
নারী বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে যারা পুরস্বার পান, তারা হলেন-বেস্ট এ্যাটাকার : সাবিনা (পুলিশ), বেস্ট সেটার : শম্পা (আনসার), বেস্ট ব্লকার : লাবণী (পুলিশ), বেস্ট অপোজিট : আশা (রাজশাহী জেলা)।

প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলগুলোকে পুরস্কৃত করেন বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এ্যান্ড টেকনোলজি র বোর্ড অফ ট্রাস্টি চেয়ারম্যান এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান। বিশেষ অতিথি ছিলেন শামীমা পারভীন, (এআইজি, এডুকশেন, স্পোর্টস অ্যান্ড কালচার)।