০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

একাদশের বাইরে রিশাদ

দলের সেরা একাদশের অংশ তিনি। তার নাম শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে না দেখায় অবাক হয়েছেন সবাই। মূল ব্যাপার হলো একাদশের অবধারিত চয়েজ রিশাদ হোসেন খেলতে পারেননি বদ হজমের কারণে পেট খারাপ হওয়ায়। রিশাদ হোসেন খেলতে না পারায় ওয়ানডেতে সুযোগ হয়েছে তানভীর ইসলামের। অবশ্য রিশাদকে দিয়ে যে লক্ষ্য পূরণ হতো তা তানভীর কতটুকু করতে পারবেন সেটাই প্রশ্ন।

রিশাদ শুধু বোলিংয়েই নয়, লোয়ার অর্ডারে বিগ হিটার হিসেবেও দলকে কিছু এনে দেন। কিন্তু খেলার আগের দিন বড় হজম হওয়ায় পরিকল্পনা পাল্টে গেল বাংলাদেশের। রিশাদের পরিবর্তে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে খেলছেন তানভীর। এছাড়া একই দিনে অভিষেক হলো ব্যাটার পারভেজ হোসেন ইমনেরও। টি-টোয়েন্টির নিয়মিত সদস্যের হাত ধরে ওয়ানডেতে ভালো কিছু চায় বাংলাদেশ।

জনপ্রিয় সংবাদ

আদালত প্রাঙ্গণে পলককে ডিম নিক্ষেপ ইনকিলাব মঞ্চের

একাদশের বাইরে রিশাদ

আপডেট সময় : ০১:৩৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

দলের সেরা একাদশের অংশ তিনি। তার নাম শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে না দেখায় অবাক হয়েছেন সবাই। মূল ব্যাপার হলো একাদশের অবধারিত চয়েজ রিশাদ হোসেন খেলতে পারেননি বদ হজমের কারণে পেট খারাপ হওয়ায়। রিশাদ হোসেন খেলতে না পারায় ওয়ানডেতে সুযোগ হয়েছে তানভীর ইসলামের। অবশ্য রিশাদকে দিয়ে যে লক্ষ্য পূরণ হতো তা তানভীর কতটুকু করতে পারবেন সেটাই প্রশ্ন।

রিশাদ শুধু বোলিংয়েই নয়, লোয়ার অর্ডারে বিগ হিটার হিসেবেও দলকে কিছু এনে দেন। কিন্তু খেলার আগের দিন বড় হজম হওয়ায় পরিকল্পনা পাল্টে গেল বাংলাদেশের। রিশাদের পরিবর্তে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে খেলছেন তানভীর। এছাড়া একই দিনে অভিষেক হলো ব্যাটার পারভেজ হোসেন ইমনেরও। টি-টোয়েন্টির নিয়মিত সদস্যের হাত ধরে ওয়ানডেতে ভালো কিছু চায় বাংলাদেশ।