০৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৪৮তম বিসিএস পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়নি, সতর্ক করল পিএসসি

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ স্থগিত হয়েছে— এমন একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, যা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) দৃষ্টিগোচর হয়েছে। তবে কমিশন নিশ্চিত করেছে, এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
বৃহস্পতিবার (১০ জুলাই) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার)-এর স্বাক্ষর সংবলিত যে বিজ্ঞপ্তিটি সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে, তা কমিশনের কোনো অফিসিয়াল উৎস থেকে প্রকাশ করা হয়নি। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে কমিশনের মূল ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়।
পিএসসি আরও জানায়, গুজব ছড়ানোর এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি এ ধরনের ভুয়া তথ্য ছড়িয়ে পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা স্থগিত বিষয়ে কোনো প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি ছড়ানো হচ্ছে, তা পুরোপুরি ভিত্তিহীন ও মনগড়া।
প্রসঙ্গত, আগামী ১৮ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী লিখিত (MCQ টাইপ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন চিকিৎসক পদে আবেদনকারী প্রায় তিন হাজার চাকরিপ্রার্থী। পরীক্ষার্থীদের জন্য প্রবেশপত্র ডাউনলোডের সুবিধাও আজ থেকে উন্মুক্ত করা হয়েছে।
পরীক্ষার্থীরা পিএসসির নিজস্ব ওয়েবসাইট ছাড়াও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট ব্যবহার করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

মা নিজেই নদীতে ফেলার ঘটনা স্বীকার, শিশু জীবিত উদ্ধার

৪৮তম বিসিএস পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়নি, সতর্ক করল পিএসসি

আপডেট সময় : ১১:৫২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ স্থগিত হয়েছে— এমন একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, যা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) দৃষ্টিগোচর হয়েছে। তবে কমিশন নিশ্চিত করেছে, এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
বৃহস্পতিবার (১০ জুলাই) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার)-এর স্বাক্ষর সংবলিত যে বিজ্ঞপ্তিটি সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে, তা কমিশনের কোনো অফিসিয়াল উৎস থেকে প্রকাশ করা হয়নি। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে কমিশনের মূল ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়।
পিএসসি আরও জানায়, গুজব ছড়ানোর এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি এ ধরনের ভুয়া তথ্য ছড়িয়ে পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা স্থগিত বিষয়ে কোনো প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি ছড়ানো হচ্ছে, তা পুরোপুরি ভিত্তিহীন ও মনগড়া।
প্রসঙ্গত, আগামী ১৮ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী লিখিত (MCQ টাইপ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন চিকিৎসক পদে আবেদনকারী প্রায় তিন হাজার চাকরিপ্রার্থী। পরীক্ষার্থীদের জন্য প্রবেশপত্র ডাউনলোডের সুবিধাও আজ থেকে উন্মুক্ত করা হয়েছে।
পরীক্ষার্থীরা পিএসসির নিজস্ব ওয়েবসাইট ছাড়াও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট ব্যবহার করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
এমআর/সবা